শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১৩ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
জমিয়তের জাতীয় কাউন্সিলের ৭ নতুন প্রস্তাবনা ‘আন্তঃধর্মীয় সম্প্রীতি ব্যতিত জুলাই গণঅভ্যুত্থানের সংহতি বজায় রাখা সম্ভব নয়’ গুজরাটে ১ হাজারের বেশি বাংলাদেশি গ্রেপ্তার এবার যে ২০ ভাষায় অনুবাদ করা হবে হজের খুতবা সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ ৫ বছরের পক্ষেই জামায়াত স্বামীর টাকায় হজ করলে ফরজ আদায় হবে? ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ ৩০ ফিলিস্তিনি, নেই উদ্ধারের প্রয়োজনীয় যন্ত্রপাতি পেহেলগামে হামলার স্বচ্ছ তদন্তের জন্য পাকিস্তান প্রস্তুত: শাহবাজ শরীফ জমিয়তের সভাপতি আল্লামা ওবায়দুল্লাহ ফারুক মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি খেলাফত আন্দোলনের নতুন মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হক্কানী

ডাক্তার, ইঞ্জিনিয়ার না বানিয়ে মেয়েদের হাফেজা বানান: ব্যারিস্টার তুরিন আফরোজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:: ডাক্তার, ইঞ্জিনিয়ার না বানিয়ে মেয়েদের হাফেজা-আলেমা বানানোর আহবান জানিয়েছেন আন্তজার্তিক যুদ্ধপরাধ ট্রাইবুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ। নিজ জেলা নীলফামারীর জলঢাকায় ‘ব্যারিস্টার তুরিন আফরোজ ফাউন্ডেশন বায়তুন নেছা মহিলা হাফেজা মাদরাসা’র উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।

গত সোমবার (২ নভেম্বর) বিকেলে উপজেলার মীরগঞ্জ হাট বাজার সংলগ্ন ওই মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত উদ্বোধনী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যারিস্টার তুরিন আফরোজ।

এ সময় তিনি বলেন, ‘মুসলমান হিসেবে আমাদের ইসলামকে জানা ও শিক্ষা নেওয়া প্রয়োজন। আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি। অথচ আমাদের বেশিরভাগ সন্তানদেরই আমরা ইংরেজি ও বাংলা পড়াই। ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখি। অথচ ডাক্তার, ইঞ্জিনিয়ার না বানিয়ে মেয়েদের আলেমা বানানো জরুরি। নারীরাও যেন ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হতে পারে সে বিষয়টি বাবা-মায়ের লক্ষ রাখা উচিত। কেননা জেনারেল শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষারও তো আমাদের প্রয়োজন রয়েছে। আমাদের সবার প্রচেষ্টায় পুরুষের পাশাপাশি নারীরাও যেন ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হতে পারে সেটা লক্ষ রেখেই এ মাদরাসাটি প্রতিষ্ঠা করা হয়েছে। কারণ মা যদি হাফেজা হয়, তাহলে সন্তানরাও একদিন ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হতে পারবে।’

ব্যারিস্টার তুরিন আফরোজ ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক ও মাদরাসা সভাপতি এনামুল হকের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, তুরিন আফরোজ ফাউন্ডেশন শিক্ষক সংঘের সাধারণ সম্পাদক ছপিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান মাষ্টার, ব্যারিস্টার তুরিন আফরোজ ফাউন্ডেশন বায়তুন নেছা মহিলা হাফেজা মাদরাসার পরিচালক হাফেজ ক্বারী জিকরুল হক, উপদেষ্টা মানিক, সেক্রেটারি ডাক্তার মিজানুর রহমান, সহ-সভাপতি আনোয়ার হোসেন, চেতনায় মুক্তিযুদ্ধ সংগ্রাম পরিষদের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক রেজওয়ান প্রামাণিক, আমজাদ হোসেন, আবু তালেব, বিল্লাহ তৈয়ব, এমএ হান্নান টিটু, দেলার রহমান ও জিয়া প্রমুখ।

অনুষ্ঠানে নাতে রাসূল পরিবেশন করেন মাদরাসার শিক্ষার্থীরা। সবশেষে মাকে নিয়ে হৃদয়বিদারক গান গায় এক ক্ষুদে শিক্ষার্থী। এ সময় ব্যারিস্টার তুরিন আফরোজ খুবই মনোযোগের সাথে মায়ের গানটি শোনেন। অনুষ্ঠান শেষে প্রত্যেক হাফেজা ছাত্রীদের হাতে কোরআন শরীফ তুলে দেন তিনি।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ