বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির  মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬

রুচি ফিরিয়ে আনবে যেসব খাবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা চলাকালীন বা সংক্রমণ থেকে কাটিয়ে ওঠার পর অনেকেরই খাবারে রুচি থাকছে না। খাবার খেতে না পেরে সুস্থতার বদলে আরও দুর্বল হয়ে পড়ছে অনেকে। এতে বড় ধরনের প্রভাব পড়তে পারে স্বাস্থ্যের ওপর। মুখের রুচি ফিরিয়ে আনতে কিছু দিক উল্লেখ করা হলো।

দুগ্ধজাত খাবার খাওয়া: দুধ থেকে তৈরি বিভিন্ন খাবার যেমন দই, পনির এবং আইসক্রিম- স্বাদে যেমন ভালো তেমনি পেটের জন্যও উপকারী। পাশাপাশি প্রোটিনে ভরপুর। তাছাড়া এ খাবারগুলো মুখরোচক হওয়ায় রুচি ফেরাতে সাহায্য করে। তাই অসুখের পর শরীরে বিভিন্ন পুষ্টির ঘাটতি পুষিয়ে তুলতেও এই ধরনের খাবার দরকার।

হালকা খাবার: এই সময় অতিরিক্ত ভারী বা মসলাদার খাবার অনেক ক্ষেত্রেই সহ্য হয় না। তাই সহজপাচ্য খাবার খাওয়াই বেশি উপযোগী। সিদ্ধ ভাত, আলু ভর্তা, শুকনা টোস্ট ইত্যাদি সহজপাচ্য খাবার এসময় খাওয়া ভালো। তবে মিষ্টি বা অতিরিক্ত চিনি সমৃদ্ধ খাবার এড়িয়ে চলা উচিত। কারণ এতে বমি হওয়ার ঝুঁকি থাকে।

প্রচুর পানি পান: অসুস্থতার কারণে শরীরে পানির পরিমাণ অনেক সময় কমে যায়। তাই শরীরের পানির অভাব পূরণ করতে প্রচুর পানি এবং পানিজাতীয় খাবার খেতে হবে। ঠাণ্ডা পানি, কোল্ড কফি, লেমন টি, তাজা ফলের শরবত, লেবু পানি ইত্যাদি পান করা উচিত। তবে একবারে বেশি পানি পান করা যাবে না, অল্প পরিমাণে পানি পান করতে হবে।

ঠাণ্ডা খাবার: অসুখের পর খাবার খেতে কষ্ট হতে পারে। এক্ষেত্রে ঠাণ্ডা বা স্বাভাবিক তাপমাত্রার খাবার খাওয়া যেতে পারে। গরম খাবার খেলে বমি হওয়ার সম্ভাবনা থাকে। এক্ষেত্রে স্যান্ডুইচ, সালাদ, পাস্তা সালাদ, ঠাণ্ডা সুপ ইত্যাদি খাওয়া যেতে পারে।

ফ্লেইভারযুক্ত খাবার: অসুস্থতার কারণে স্বাদ মলীন হয়ে যায়। তাই খাবারের স্বাদ বাড়াতে বাড়তি ফ্লেইভার যুক্ত করে নেয়া যেতে পারে। এক্ষেত্রে বিভিন্ন ধরনের মসলা যেমন রসুন, আদা, গোলমরিচ, দারুচিনি, ভিনিগার, লেবুর রস, টমেটো ইত্যাদি যুক্ত করে খাবারে আলাদা স্বাদ আনা যেতে পারে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ