সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ ।। ১৫ বৈশাখ ১৪৩২ ।। ৩০ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
ভারতের বিশিষ্ট আলেম মাওলানা সাইয়িদ মুহাম্মাদ আকিল মাযাহেরি আর নেই আগামী মাসের শুরুতেই শেখ হাসিনার বিচার : প্রধান উপদেষ্টা বজ্রপাতে প্রাণ গেল মাদরাসা শিক্ষকের ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলেই শান্তি প্রতিষ্ঠা হবে: নূরুল ইসলাম বুলবুল প্রস্তুতি সম্পন্ন, রাতে শুরু হচ্ছে হজ ফ্লাইট ফ্রান্সে মসজিদে ঢুকে মুসল্লিকে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা ভারতীয় মুসলিমদের পাকিস্তানিদের সঙ্গে তুলনা উচিত নয়: বিজেপি বিধায়ক মুফতী ফয়জুল করীমের মেয়রের চেয়ারে বসা আটকে আছে কোথায়? মোদি ইসরায়েলের পক্ষে, ইসলাম-মুসলমানের শত্রু: মাওলানা ফজলুর রহমান কিশোরগঞ্জে হাওরে ইসলামী আন্দোলনের শরবত বিতরণ

ইসলামে সহিষ্ণুতার সৌন্দর্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ডক্টর মুহাম্মদ আল আরিফী।।
বিশিষ্ট লেখক ও গবেষক, সৌদি আরব
অনুলিখন: মুহাম্মদ ইশরাক।।

আল্লাহ তায়ালা নবী সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলেছেন, 'আপনি তাদের থেকে নিবৃত্ত থাকুন। তাদের ব্যাপারে ক্ষমা প্রার্থনা করুন। আর গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের সাথে মোশাওয়ারা করুন।'

এখন কেউ যদি মোশাওয়ারাকে অপ্রয়োজন মনে করে। তবে সে যেন রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর নাজিলকৃত ওহী থেকেই মুখ ফিরে নিলো।

আল্লাহ তায়ালা মুমিনদের প্রশংসা করে বলেছেন, আর তাদের কাজ পরস্পরে মোশাওয়ারা করেই হয়।

রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বদর প্রান্তরে কাফেরদের আগেই রণক্ষেত্রে পৌঁছলেন। তখন কূপের একপাশে অবস্থান নিলেন আর অপর পাশ কাফেরদের জন্য ছেড়ে দিলেন।

এ সময় সাহাবী হিবাব বিন মুনজির রা. নবীজির কাছে এসে আরজ করলেন, হে আল্লাহর রাসূল, এভাবে এস্থানে অবস্থান নেয়ার নির্দেশনা আল্লাহর পক্ষ থেকে নাকি এটা শুধু রণকৌশল?

নবীজি বললেন, শুধু রণকৌশল ও ব্যক্তিগত অভিমত । আল্লাহর পক্ষ থেকে কোন ওহী নয়। তখন সাহাবী বললেন, হে আল্লাহর রাসূল এ মতটা যথার্থ নয়। বরং আমরা একটু সামনে এগিয়ে অবস্থান করবো। আর কূপটাকে আমাদের পেছনে রাখবো। যেন যুদ্ধ চলাকালীন পিপাসার্ত হলে আমরা পানি পান করতে পারি। আর শত্রুরা তৃষ্ণার্থ হলে পানি পান করতে না পারে।

এ কথা শুনে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, হিবাবের কথার উপরই আজকের ফয়সালা। তোমরা আগে বাড়ো।

নবীজি এখানে বলেননি, কে আমার মত পরিবর্তন করতে চায়? অথবা কে ভিন্ন মত উপস্থাপন করতে চায়? এ কথাও বলেননি,কেন এমন বললে অথচ তোমরা কি জানো না; আমার কাছে ওহী আসে?

এগুলো কিছুই বলেননি বরং সাহাবী মত প্রকাশ করলেন। নবীজি পর্যবেক্ষণ করে সঠিক মনে করলেন। আর সে মতের অনূকূলে ফয়সালা দিলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ