শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৪ দালাল ধরে গিয়েছিলেন ইরাকে, ময়লার ভাগাড়ে তিন টুকরায় মিলল লাশ দক্ষ কর্মীদের ভিসা ফি ১,৫০০ ডলার থেকে বাড়িয়ে ১ লাখ ডলার করলেন ট্রাম্প নোয়াখালীতে অটোরিকশা উল্টে প্রাণ গেল নারীর ,আহত-৪ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের সভাপতি নাসির উদ্দিন এডভোকেট এর ইন্তেকাল বাংলাদেশ খেলাফত মজলিস কুলঞ্জ ইউনিয়ন শাখা কমিটি গঠন সম্পন্ন ইসলামী ব্যাংকের ডিমিনিশিং মুশারাকার মাধ্যমে বাড়ি ক্রয় করা বৈধ হবে কি? শেষ হলো ইফার পক্ষকালব্যাপী সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালা সুদানে মসজিদে ড্রোন হামলায় প্রাণ গেল ৭৫ জনের

মাদরাসাতুস সুফফা আল-ইসলামিয়ার ভর্তি শুরু ৩০ মে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী ৩০ মে থেকে মাদরাসাতুস সুফফা আল ইসলামিয়া (৫৬-এইচ, কদমতলা, বাসাবো) ঢাকার ভর্তি কার্যক্রম শুরু হবে।

বিশেষ এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৪৪১-৪২ হিজরী মোতাবেক ২০২০-২১ ইংরেজী শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম আগামী ৬ শাওয়াল (৩০ মে) থেকে শুরু হয়ে ১০ শাওয়াল (৩ জুন) পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় ভর্তি কার্যক্রম মোবাইল ফোনের মাধ্যমে সম্পন্ন করতে হবে। অতএব, ভর্তিচ্ছু নতুন-পুরাতন ছাত্র এবং সংশ্লিষ্ট অভিভাবকগণকে নিম্নোক্ত নির্দেশনা অনুসরণ করার অনুরোধ করা হয়েছে।

ক. মাদানী নেসাব প্রথম বর্ষে ভর্তিচ্ছু ছাত্র ও সংশ্লিষ্ট অভিভাবকগণ যোগাযোগ করবেন মাদরাসার মুহতারাম বড় হুজুর মাওলানা আবু তাহের রাহমানী সাহেব দা.বা. (01715-421415) এবং সিনিয়র উস্তাদ মাওলানা যোবায়ের রহমানী দা.বা. (01718-723093) এর সাথে।

খ. বিগত শিক্ষাবর্ষে মাদানী নেসাব প্রথমবর্ষ অধ্যায়ন করেছে, চলতি শিক্ষাবর্ষে দ্বিতীয় বর্ষে পড়তে ইচ্ছুক–এমন ছাত্র ও সংশ্লিষ্ট অভিভাবকগণ যোগাযোগ করবেন মাদরাসার উস্তাদ মাওলানা শরিফুদ্দীন সাহেবের সাথে। (01954-221894)।

গ. বিগত শিক্ষাবর্ষে মাদানী নেসাব দ্বিতীয় বর্ষে এবং তৃতীয় বর্ষে অধ্যায়ন করেছে, চলতি শিক্ষাবর্ষে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ বর্ষে পড়তে ইচ্ছুক– এমন ছাত্র ও সংশ্লিষ্ট অভিভাবকগণ যোগাযোগ করবেন মাদরাসার উস্তাদ মাওলানা আনাস বিন ইউসুফের সাথে। (01814-167543)।

ঘ. বিগত শিক্ষাবর্ষে মাদানী নেসাব চতুর্থ ও পঞ্চম বর্ষে অধ্যায়ন করেছে, চলতি শিক্ষাবর্ষে যথাক্রমে পঞ্চম ও ষষ্ঠ বর্ষে (জালালাইন ও মেশকাত জামাতে) পড়তে ইচ্ছুক– এমন শিক্ষার্থী ও সংশ্লিষ্ট অভিভাবকগণ যোগাযোগ করবেন মাদরাসার সিনিয়র উস্তাদ মাওলানা লুৎফুর রহমান দা.বা. এর সাথে। (017181-75929)।

ঙ. ইবতেদায়ী মক্তব ও হিফজুল কুরআন বিভাগে ভর্তি হতে ইচ্ছুক- এমন শিক্ষার্থী ও সংশ্লিষ্ট অভিভাবকগণ যোগাযোগ করবেন মাদরাসার সিনিয়র উস্তাদ মাওলানা যোবায়ের রাহমানী দা.বা. এর সাথে। (01718-723093)।

উল্লেখ্য— বর্তমান করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় দরস শুরু হতে বিলম্ব হতে পারে। দরস শুরু হওয়ার নির্ধারিত তারিখ এবং মাদরাসায় উপস্থিত হওয়ার আনুষঙ্গিক নির্দেশনাবলি শীঘ্রই জানিয়ে দেয়া হবে, ইনশাআল্লাহ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ