শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬ ।। ১৯ পৌষ ১৪৩২ ।। ১৪ রজব ১৪৪৭

শিরোনাম :
বিশিষ্ট বক্তা কামরুল ইসলাম সাঈদ আনসারীর মনোনয়নপত্র বাতিল গুলশান আজাদ মসজিদে মায়ের দোয়া মাহফিলে তারেক রহমান নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে: সালাহউদ্দিন আহমদ আল্লাহ স্বাক্ষী, ১৪ মাসে এক কাপ চায়ের টাকাও দুর্নীতি করিনি: হাসনাত ‘ইসলামী ছাত্র আন্দোলনকে সাহাবাদের চরিত্র দৃঢ়ভাবে ধারণ করতে হবে’ ৭২ বছর ইমামতি, ‘শেষ খুতবা’র পর আবেগঘন বিদায় নিলেন মাওলানা আবদুল হক শহীদ হাদির নাম এখন আর বাংলাদেশের সীমানায় সীমাবদ্ধ নয়: নৌ উপদেষ্টা মুফতি আমির হামজার আয় কত, জানা গেল হলফনামায় এই দেশ সব ধর্মের মানুষের: ধর্ম উপদেষ্টা ৪ ডিগ্রিতে নামতে পারে দেশের তাপমাত্রা

রমজান হোক শুদ্ধতার সূচনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসমাঈল হাবীব।।

রমজান। মহিমান্বিত একটি মাস।যে মাসে মুমিন-হৃদয় নতুন করে জাগতে শুরু করে। খোদাপ্রেমে বিভোর হয়ে পড়ে নবউদ্যমে। শতশত খুনে যার হাত রক্তে রাঙানো সেও আল্লাহ তাআলার রহমতের প্রত্যাশায় মসজিদে ছুটে আসে।জান্নাত লাভের আশায় তার চোখেও স্বপ্নমুখর হয়ে পড়ে।

জাহান্নামের ভয়াবহ দৃশ্যের কথা শুনলে উদ্বেগ- উৎকন্ঠায় তার বুকও কেঁপে কেঁপে উঠে। রমজানের পবিত্রতার ছোঁয়া পেয়ে অমন দুষ্ট- লোকটাও আল্লাহওয়ালা হয়ে যায়। চোখে মুখে ঈমানের ঝলমলে দ্যুতি বিচ্ছুরিত হয়। রমজানের আগমণে তারা হয়ে পড়েন মাওলাপ্রেমী।আশেকে-এলাহি।

সারা-পৃথিবীর কোলে মানব ও মানবতা যখন ধ্বংসমুখী।চিরচেনা এই পৃথিবী যখন প্রায় অচেনা।তখনই আকাশের অধিপতি একক নিয়ন্তার পক্ষ থেকে আমাদের দোরগোড়ায় আবার ফিরে এসেছে রমজান।তিনিই কত সুন্দর করে বলেছেন রোযা ও রমযানের কথা।লেখা আছে কুরআনের পাতায়
ياأيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلهم لعلكم تتقون

অথঃ হে ঈমানদারগণ! তোমাদের উপর রোযা ফরয করা হয়েছে যেমনভাবে করা হয়েছিল তোমাদের পূববতীদের উপর। যাতে তোমরা খোদাভীরু হতে পারো।
সূরা বাকারা আয়াত নং ১৮৩)

অন্যত্র আল্লাহ তাআলা রমযান মাস সম্পর্কে বলেন-
شهر رمضان الذى أنزل فيه القرآن هدى للناس و بينت من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه

অথঃ রমজান মাস, যে মাসে অবতীর্ণ হয়েছে পবিএ কুরআন। মানুষের পথ প্রদর্শনের জন্য। স্পষ্ট দলিল হিসেবে।সুতরাং তোমাদের যে এ মাস পাবে, সে যেন রোযা পালন করে।
সূরা বাকারা আয়াত নং ১৮৫)

প্রিয় মুসলমান ভাইয়েরা! রমজান চলে এসেছে। পশ্চিমাকাশে একফালি চাঁদ অপেক্ষা করছে প্রভুর নিদেশের। রহমত- মাগফিরাত- নাজাত পরিবেষ্টিত রমজানকে আমরা সাদরে-সানন্দে গ্রহণ করি।সিয়াম-সাধনায়, প্রভুর আরধনায় নিজেদের নিয়োজিত রাখি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তাওফিক দিন। আমিন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ