আওয়ার ইসলাম: আফগান যুদ্ধে মার্কিনসহ বিদেশি সেনাদের যুদ্ধাপরাধ তদন্তে রুল জারি করলো আইসিসি।
রুলের আওতায় ২০০৩ সালের মেয়ে থেকে এখন পর্যন্ত শুধু বিদেশি সেনা নয়, আফান সেনা ও তালেবানদের আচরণও পর্যালোচনা করা হবে।
জানা যায়, ২০১৯ সালে আন্তর্জাতিক অপরাধ আদালত-আইসিসিরি একটি প্রি-ট্রায়াল চেম্বার বলেছিলো সুবিচার প্রতিষ্ঠায় এই বিষয়ক তদন্ত হওয়া জরুরি।
অবশ্য এই তদন্তের বিরোধীতা করছে মার্কিন সেনাবাহিনী। তারা বলছে ২০১৭ সাল থেকে অভিযুক্ত অপরাধের আনুষ্ঠানিক তদন্তে তাদের আপত্তি নেই।১৮ বছরের আফগান যুদ্ধ সমাপ্তিতে একটি চুক্তি হবার পরপরই এই রুল জারি করলো আইসিসিসি
আইসিসির বিরুদ্ধে অধিকার গোষ্ঠীগুলোর অভিযোগ, তারা শক্তিশালী রাষ্ট্রের বিরুদ্ধে আনিত অভিযোগ তদন্তে গরিমসি করে। তাই আফগানযুদ্ধে হওয়া অভিযুক্ত যুদ্ধাপরাধ তন্তে জারিকৃত এই রুলকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে এক্ষেত্রে একটি সমস্যা হলো যুক্তরাষ্ট্র আইসিসির পার্টি নয়, এবং এক্ষেত্রে সহায়তা করতেও আগ্রহী নয়। সূত্র: বিবিবিস, সিএনএন, ফক্স
-এটি