শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭

শিরোনাম :
চান্দিনায় খেলাফত মজলিসের নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভা ‘ইসলামী আন্দোলনের নেতাকর্মীর জামায়াতে যোগ দেওয়ার সংবাদ হীন উদ্দেশ্যপ্রণোদিত’ ফেনী জামিয়া ইসলামিয়ায় ৫ দিনব্যাপী বাংলা ভাষা ও সাহিত্য প্রশিক্ষণ কর্মশালা বেফাকের ৪৯তম পরীক্ষা শুরু, মোট শিক্ষার্থী তিন লাখ ৭৩ হাজার ‘বেওয়ারিশ লাশের সংখ্যা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরছে’ অপসাংবাদিকতার শিকার হয়েছি: আমিরে মজলিস পাকিস্তানে জানাজায় অংশ নিতে যাওয়ার পথে ট্রাক উল্টে নিহত ১৪ পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তন নিয়ে যা বললেন ইসি গুমের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় কুর্দিদের নাগরিকত্ব ও ভাষার স্বীকৃতি দিলেন সিরিয়ার প্রেসিডেন্ট

মুসলিমরা নিজেরাই নিজেদের শত্রু: রাশিয়ান গ্র‍্যান্ড মুফতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: “সমাজের প্রায় প্রতিটি ক্ষেত্রে ইসলামি জিহাদের ভুল ব্যাখ্যা উপস্থাপন-রোধ মুসলিম বিশ্বের জন্য সবচে বড় চ্যালেঞ্জ। মুসলমান মুসলমানকে হত্যা করা ইসলামি জিহাদে নেই। তিনি মনে করেন, জিহাদে অবতীর্ণ হওয়ার আগে অত্যন্ত সতর্কতা ও সজাগ দৃষ্টির সঙ্গে মুসলমানদের নিজেদের শত্রুদেরকে ভাল করে চিনতে ও জানতে হবে।”

গত ২৭ নভেম্বর গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে রাশিয়ার ভলগোগ্রাদ অঞ্চলের মুসলিম কমিউনিটির গ্র‍্যান্ড মুফতি শায়েখ কিফা মুহাম্মাদ বাততান এসব কথা বলেছেন।

তিনি বলেন, সিরিয়া লিবিয়া ও অন্যান্য রাষ্ট্রে যা ঘটছে তা কখনোই ইসলামি জিহাদ নয়; বরং এগুলো এমন সমস্যা যার উৎস বর্ণবাদ ও জিহাদের ভুল ব্যাখ্যা।

শত্রুরা মুসলমানদের মাঝে পরস্পর বিভক্তি ও বৈষম্য সৃষ্টির জন্য কী কী করতে পারে, এমন প্রশ্নের জবাবে শায়েখ কিফা মুহাম্মাদ বাততান বলেন, আসল শত্রুদের থেকে দূরে সরিয়ে রাখতে বিধর্মীরা মুসলমানদেরকেই মুসলমানদের পিছনে লাগিয়ে দিচ্ছে—এজন্য আমরা তাদের মধ্যে বিভক্তি ও খণ্ডন ছাড়া আর কিছুই দেখতে পাইনা। বর্তমানে মুসলিমরা নিজেরাই নিজেদের শত্রুতে পরিণত হয়েছে।

ঐক্য ও সংহতির অভাবেই প্রতিদিন জেরুসালেম ও অধিকৃত ফিলিস্তিনে মুসলমানদের পবিত্র স্থান ও নিদর্শন ইহুদিদের দ্বারা অসম্মানিত হচ্ছে বলে রাশিয়ান এই দাঈ মনে করেন। এ প্রসঙ্গে তিনি গুরুত্বারোপ করে বলেন, গোটা মুসলিম বিশ্বের নিকট ফিলিস্তিন-ইস্যু সবচে গুরুত্বপূর্ণ ও প্রধান ইস্যু হওয়া প্রয়োজন। মুসলিম উম্মাহর কর্তব্য আমৃত্যু ইহুদিদের ক্ষমা না করা,আর এজন্য জায়নিস্ট (ইহুদিবাদ) সত্ত্বাকে শিকড় থেকে উপড়ে ফেলার আগপর্যন্ত লড়াই জারি রাখা।

রাশিয়ায় ইসলাম ও মুসলমানদের অবস্থানের ব্যাপারে শায়েখ বলেন, রাশিয়ায় কুরআনের চর্চা হচ্ছে, এখানে অনেক মসজিদ প্রতিষ্ঠিত হচ্ছে এবং গড়ে ওঠছে ইসলামিক কেন্দ্র। তাছাড়া, শিশুদের কুরআন হিফজ করানোর জন্য স্বতন্ত্র দীনি মাদরাসাও গড়ে তোলা হচ্ছে দিনদিন। বছরান্তে রাশিয়ায় খুব জাঁকজমকপূর্ণভাবে পবিত্র কুরআন প্রতিযোগিতার আয়োজন করা হয় বলেও জানান শায়েখ কিফা মুহাম্মাদ বাততান।

সবশেষ মুসলমানদের ঐক্য ও একাত্বতার মর্ম সম্পর্কে তিনি বলেন, সমস্ত মাজহাব এবং মত একাত্ম হয়ে আসল শত্রুর মুকাবেলা করতে হবে-একইসঙ্গে মুসলিম উম্মাহর কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই চালিয়ে যেতে হবে যতক্ষণ ফিতনা, জাতি বিভেদ এবং দর্শনের বক্রতা সমূলে উৎখাত না হয়।

ইসলাম আসিল অবলম্বনে বেলায়েত হুসাইন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ