শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭


মালদ্বীপের সাবেক প্রেসিডেন্টের ৫ বছর জেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিনকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত।

বিবিসি জানায়, বৃহস্পতিবার দেশটির ফৌজদারি আদালতে পাঁচ বিচারকের একটি প্যানেল এই রায় দেয়।

কয়েকটি দ্বীপে হোটেল বানাতে একটি প্রাইভেট কোম্পানিকে অনুমতি দিতে ১০ লাখ ডলার ঘুষ নেয়ার অভিযোগে দোষী সাব্যস্ত হন আবদুল্লাহ ইয়ামিন। গত বছর নির্বাচনে হেরে যাওয়ার পর তার বিরুদ্ধে এই দুর্নীতি মামলা দায়ের করা হয়।

যদিও মালদ্বীপের সাবেক এই প্রেসিডেন্ট তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। রায়ের সময় আদালতের বাইরে তার সমর্থকদের ভিড় দেখা যায়। এ সময় তারা স্লোগান দেন, তিনি নির্দোষ।

প্যানেলের প্রধান বিচারক আলী রশীদ বলেন, অভিযুক্ত আবদুল্লাহ ইয়ামিন অবৈধভাবে টাকা গ্রহণ করেছিলেন সেটি আদালতে প্রমাণ হয়েছে। প্যানেলের পাঁচজন বিচারক সর্বসম্মতভাবে তাকে দোষী সাব্যস্ত করে এই রায় দিয়েছে।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে তাকে গ্রেফতার করা হয়। সেই সঙ্গে ৬৫ লাখ ডলারসহ তার কয়েকটি ব্যাংক হিসাব জব্দ করে সরকার।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ