শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
দেশের ভবিষ্যৎ নিশ্চিতে সবাইকে এগিয়ে আসতে হবে: ধর্ম উপদেষ্টা তালেবান সরকারের নিষিদ্ধের তালিকায় মওদুদীর বই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা পর্তুগালের যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৪ দালাল ধরে গিয়েছিলেন ইরাকে, ময়লার ভাগাড়ে তিন টুকরায় মিলল লাশ দক্ষ কর্মীদের ভিসা ফি ১,৫০০ ডলার থেকে বাড়িয়ে ১ লাখ ডলার করলেন ট্রাম্প নোয়াখালীতে অটোরিকশা উল্টে প্রাণ গেল নারীর ,আহত-৪ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের সভাপতি নাসির উদ্দিন এডভোকেট এর ইন্তেকাল বাংলাদেশ খেলাফত মজলিস কুলঞ্জ ইউনিয়ন শাখা কমিটি গঠন সম্পন্ন

চার নিয়মে অটুট রাখুন তারুণ্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সবাই চান নিজের তারুণ্য ধরে রাখতে! বয়সটা যেন নিজের তরুণ সময়েই আটকে থাকে এ চাওয়া গোপনে-প্রকাশ্যে সকলের ভেতরই দানা বাঁধে। কিন্তু তা তো আর সম্ভব নয়। জীবজগতের নিয়মেই আমাদের বয়স একসময় বাড়তে থাকে।

আর বয়স বাড়ার সাথে সাথে সেই ছাপও পড়ে চেহারায়। তবে খুব কিছু সাধারণ বিষয় মেনে চললে আপনার চেহারার পরিবর্তন হবে ধীরে। এতে করে দীর্ঘদিন ধরে রাখতে পারবেন নিজের তারুণ্য।চলুন জেনে নিই কয়েকটি পরামর্শ :

১. অনেকেই উপুড় হয়ে ঘুমাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। কিন্তু এভাবে ঘুমালে রক্ত চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, ফলে ত্বক ঝুলে যায়। তাই উপুড় হয়ে না ঘুমিয়ে সোজা হয়ে ঘুমানোর অভ্যাস করুন।

২. সকালের রোদ আমাদের প্রয়োজনীয় ভিটামিন ‘ডি’র যোগান দেয়। কিন্তু প্রখর রোদে থাকা সূর্যের অতিবেগুনি রশ্মি চোখের জন্য ক্ষতি বয়ে আনে। চোখের চারপাশের ত্বক বেশি কোমল হওয়ায় ক্ষতিটাও দ্রুত হয়। চোখে বয়সের ছাপ পড়ে যায়, দেখা দেয় ডার্ক সার্কেল। এজন্য তীব্র রোদে গেলে অবশ্যই সানগ্লাস ব্যবহার করতে ভুলবেন না।

৩. চিপস, চিকেন ফ্রাই বা মুচুমুচে জাঙ্ক ফুডের মতো মুখরোচক খাবার এক্ষুণি বাদ দিন। এসব খাবারে স্বাস্থ্যঝুঁকি তো আছেই, সৌন্দর্যেরও বারোটা বাজিয়ে দেয়। খাদ্যতালিকায় যুক্ত করুন প্রচুর ফল, শাক-সবজি, মাছ আর লাল-চাল। এছাড়াও আটার তৈরি রুটি খাওয়ার অভ্যাস করুন।

৪. দীর্ঘ সময় শীতাতপনিয়ন্ত্রিত কক্ষে থাকলে আমাদের ত্বক শুষ্ক হয়ে যায়। এমন কক্ষে যত কম থাকবেন, ততই ভালো থাকলে। আর যদি বাধ্য হয়ে থাকতেই হয়, তবে নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার করতে ভুলবেন না।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ