শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬ ।। ২ মাঘ ১৪৩২ ।। ২৭ রজব ১৪৪৭


১৬ ফিলিস্তিনিকে আটক করেছে দখলদার ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসরাইল অধিকৃত পশ্চিমতীর থেকে ১৬ ফিলিস্তিনিকে আটক করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বৃহস্পতিবার সামরিক বাহিনীর বরাত দিয়ে তুরস্কের বার্তা সংস্থা আনাদো্লু এ খবর জানায়।

সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, ‘ওয়ান্টেড’ ফিলিস্তিনিদের খোঁজে পূর্ব জেরুসালেমসহ অধিকৃত পশ্চিমতীরে আটক অভিযান চালানো হয়েছে। সন্ত্রাসের সঙ্গে জড়িত থাকার সন্দেহে তাদের আটক করা হয়েছে। অধিকতর তদন্তের কথা বলে আটককৃতদের রিমান্ডে পাঠানো হলেও কী কারণে তাদের আটক করা হয়েছে, তার বিস্তারিত জানানো হয়নি।

গাজা উপত্যকা ও পশ্চিমতীরে বেসামরিক হত্যার বিশ্ব ইতিহাসে ভয়াবহতার এক নৃশংস নজির স্থাপন করেছে ইসরায়েল। ২০১৫ সালের ডিসেম্বরে ইসরাইলি বাহিনীকে ফিলিস্তিনিদের আটক ও তাদের ওপর নির্বিচারে গুলি চালানোর আইনি অধিকার দেয়া হয়।

তখন থেকে শুধু সন্দেহের বশে বিপুলসংখ্যক মানুষকে হত্যা করেছে ইসরায়েল। আটক করা হয়েছে নারী ও শিশুসহ অসংখ্য ফিলিস্তিনিকে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ