শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬ ।। ২ মাঘ ১৪৩২ ।। ২৭ রজব ১৪৪৭


ক্ষেপণাস্ত্র হামলায় ড্রোন ধ্বংসের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হুতির ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন তৈরি এমকিউ-৯ ড্রোন ধ্বংসের কথা স্বীকার করেছে যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন কর্মকতার বরাতে এ খবর জানায় বার্তা সংস্থা রয়টার্স।

রাজধানীর দক্ষিণ-পূর্বে অবস্থিত ধামার গভর্নমেন্টে মার্কিন যুক্তরাষ্ট্রের ওই ড্রোনটি ধ্বংস করা হয়। নাম প্রকাশ
না করার শর্তে মার্কিন কর্মকর্তা জানায়, মঙ্গলবার ড্রোনটি ধ্বংস করা হয়।

হুতি মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, এমকিউ-৯ টাইপের ড্রোনটিকে স্থানীয়ভাবে তৈরি ক্ষেপণাস্ত্র দিয়ে গুলি করে ধ্বংস করা হয়; যেটি জনসমক্ষে আনা হবে। সাবা নিউজ এজেন্সির বরাত দিয়ে তুরস্কের গণমাধ্যম ইয়েনি শাফাক এ তথ্য জানায়।

২০১৪ সালে ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হয়। ২০১৫ সালে সৌদি নেতৃত্বাধীন আরব জোট ইয়েমেনে হুতিদের ওপর বড় ধরনের হামলা চালায়। এতে ইয়েমেনের অবকাঠামোগুলো ধ্বংস হয়ে যায়। ইয়েমেনের পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে আসছে জাতিসংঘ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ