বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭


এবার মুর্শিদাবাদে জয় শ্রীরাম বলা নিয়ে স্কুলে সংঘর্ষ, আহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জয় শ্রীরাম বলা নিয়ে বিবাদে জড়াল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ এলাকার এক স্কুল শিক্ষার্থীদের মধ্যে ক্লাসরুমেই মারামারি হয় বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিন জন ছাত্র আহত হয়েছে বলেও জানা গেছে। খবর ইন্ডিয়া বাংলা-এর।

জানা যায়, কয়েক দিন ধরেই জয় শ্রীরাম ধ্বনি ঘিরে উত্তপ্ত ছিল রঘুনাথগঞ্জের শ্রীকান্তবাটি এলাকা। এদিন শ্রীকান্তবাটি হাইস্কুলের মধ্যেই কয়েকজন ছাত্রছাত্রীর ক্লাস অফ থাকায় গল্প করছিল তারা। সে সময়ই একদল ছাত্রের সঙ্গে আরেক দল ছাত্রের আচমকা ‘জয় শ্রীরাম’ বলা নিয়ে তর্ক-বিতর্ক বেঁধে যায়। সেখান থেকে মারপিট শুরু হয়ে যায়। প্রধান শিক্ষক-সহ অন্যান্য শিক্ষকেরা অফিস ঘর থেকে ছুটে এসে পরিস্থিতি সামাল দেন।

মারপিটের ঘটনার জেরে দু-তিনজন ছাত্র আহত হয় বলে জানা গিয়েছে। তাদের জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। পরে প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়।

এ ঘটনার প্রতিবাদ করায় ভূগোলের শিক্ষক প্রকাশ মন্ডলকে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে স্কুলের ছাত্র ও কয়েকজন বহিরাগতদের বিরুদ্ধে। ওই শিক্ষককেও চিকিৎসার জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনা প্রসঙ্গে স্কুলের প্রধান শিক্ষক উৎপল মণ্ডল জানান, “এক ছাত্রের জয় শ্রীরাম বলা নিয়ে বাদানুবাদ শুরু হয়ে যায় সহপাঠীদের সঙ্গে। সেখান থেকে মারপিট বেঁধে গেলে তিন জন ছাত্র সামান্য আহত হয়। সকলকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করানো হয়। যদিও প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়।”

এই ঘটনার জেরে স্কুলের প্রধান শিক্ষকের নির্দেশে আগামী ১৫ অগাস্ট পর্যন্ত স্কুলের একাদশ ও দ্বাদশ শ্রেণির পঠনপাঠন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ