আওয়ার ইসলাম: এ বছর সিঙ্গাপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত নয়জন প্রাণ হারিয়েছেন। হন্ডুরাসেও ডেঙ্গু মহামারী আকার ধারণ করেছে। দেশটিতে ইতোমধ্যে এই জ্বরে আক্রান্ত হয়েছেন অন্তত ২৮ হাজার মানুষ। শিশুসহ মারা গেছেন অন্তত ৫৪ জন।
গত সোমবার সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় ও জাতীয় পরিবেশ সংস্থা (এনইএ) এক যৌথ বিবৃতিতে জানায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা যাওয়া নয় ব্যক্তির মধ্যে চারজন পুরুষ গত ৩০ জুন থেকে ১৬ জুলাইয়ের মধ্যে মারা গেছেন তারা।
নয়জনের মধ্যে হৌগ্যাং অ্যাভিনিউ ফাইভ এলাকায় ৩০ জুন ডেঙ্গুর প্রথম ব্যক্তি (৭০) মারা যান। এরপর ওই এলাকায় ১২ জুলাই পর্যন্ত আরো চারজন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত করা হয়।
হন্ডুরাসে সরকারি ৩২টি হাসপাতালের ২৬টিতেই উপচে পড়ছে ডেঙ্গু রোগীদের ভিড়। হাসপাতালগুলোর করিডরেও সেবা দেওয়া হচ্ছে অনেককে। স্বাস্থ্য কর্মকর্তারা জরুরি অবস্থা ঘোষণা করেছেন। প্রতিদিন নতুন করে আক্রান্ত হচ্ছেন অসংখ্য মানুষ। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা।
-এটি