বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :
ভুল সংবাদের ভিত্তিতে ইসি শোকজ করেছে: মাওলানা মামুনুল হক এলপিজি গ্যাসের সংকট মোকাবেলায় সরকারের বড় পদক্ষেপ  ইসিতে শুনানির পঞ্চম দিনে আরও ৭৩ প্রার্থীর আপিল মঞ্জুর বিজিবিতে নিয়োগ পেয়ে যা বললেন ফেলানীর ছোট ভাই ইসলামী আন্দোলনের আমীর সংবাদ সম্মেলন স্থগিত করতে কাউকে অনুরোধ করেন নাই কুষ্টিয়ায় শীতার্তদের দ্বারে দ্বারে ‘রেডিয়েন্ট সার্কেল’ বাড্ডায় নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট জামিয়া ইসলামিয়া হোসাইনিয়ায় তাকমীল জামাতের সমাপনী দরস অনুষ্ঠিত একবাক্স নীতি বহাল রাখতে আলোচনা চলমান: গাজী আতাউর রহমান

বরগুনায় পিটিয়ে শিক্ষার্থীর পা ভেঙ্গে দিলেন শিক্ষক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বরগুনার বেতাগীতে স্কুলে না যাওয়ার অপরাধে প্রধান শিক্ষক অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে পিটিয়ে পা ভেঙ্গে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আহত শিক্ষার্থীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, বেতাগী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে চিন্তাহরণ শিকদার মেমোরিয়াল স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র মুহাম্মদ সাব্বির হোসেন গত শনি ও রোববার স্কুলে অনুপস্থিত ছিল। শিক্ষার্থীর মা লাকি আক্তার অভিযোগ করেন, এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওই স্কুলের প্রধান শিক্ষক বাদল শিকদার রোববার বিকেলে তাদের বাসায় এসে স্কুলে না যাওয়ার কারণ জানতে চান। এক পর্যায়ে ক্ষুব্ধ প্রধান শিক্ষক তার সামনেই ওই শিক্ষার্থীকে লাঠিপেটা শুরু করেন। এ সময় তিনি বাধা দিতে গেলে তাকেও ধাক্কা দিয়ে বাইরে ফেলে দেন প্রধান শিক্ষক।

আহত শিক্ষার্থীর পরিবারের অভিযোগ, প্রধান শিক্ষক বাদল শিকদার এসেই চেয়ার আর খাটের ওপর সাব্বিরের পা রেখে নির্দয়ভাবে তার ওপর উঠে দাঁড়ালে পা ভেঙ্গে গিয়ে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তাকে উদ্ধারের পর আহত অবস্থায় স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

হাসপাতালের চিকিৎসক তাহেরা বেগম জানান, সাব্বিরের পা ফ্যাকচার হয়ে গেছে। তবে অভিযুক্ত প্রধান শিক্ষক বাদল শিকদার জানান, শুধু চড়-থাপ্পড় দেয়া হয়েছে। এছাড়া আর কিছুই করা হয়নি।

এ ব্যাপারে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ কামরুজ্জামান মিয়া জানান, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ