বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :
বাড্ডায় নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট জামিয়া ইসলামিয়া হোসাইনিয়ায় তাকমীল জামাতের সমাপনী দরস অনুষ্ঠিত একবাক্স নীতি বহাল রাখতে আলোচনা চলমান: গাজী আতাউর রহমান হলফনামায় তথ্য গোপনের অভিযোগ জামায়াত প্রার্থীর বিরুদ্ধে তিনি কাঁদলেন, কারণ তিনি চেয়েছিলেন ঐক্য নেতাকর্মীদের অপ্রীতিকর কিছুতে না জড়াতে বললেন জামায়াত আমির ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে : মার্কিন কূটনীতিকদের প্রধান উপদেষ্টা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি : সালাহউদ্দিন ট্রাম্পের হুমকির পরও ইরানে বিক্ষোভকারী এরফানের মৃত্যুদণ্ড কার্যকর আজ?

চলে গেলেন তাহরিকে শরিয়তে মুহাম্মদির প্রতিষ্ঠাতা পাকিস্তানের সুফি মুহাম্মদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম : পাকিস্তানের নিষিদ্ধ সংগঠন নাফাযে শরিয়তে মুহাম্মদির প্রতিষ্ঠাতা মাওলানা সুফি মুহাম্মদ গত বৃহস্পতিবার ইন্তিকাল করেছেন। ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সংবাদমাধ্যম আল-আরাবিয়ার বরাতে জানা যায়, মৃত্যকালে সুফি মুহাম্মদের বয়স ছিল ৯২ বছর। তাকে  পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

মাওলানা সুফি মুহাম্মদ পাকিস্তানের সাবেক তালিবান নেতা মোল্লা ফজলুল্লাহর চাচাতো ভাই। মোল্লা ফজলুল্লাহ গত বছর আফগানিস্তানে মার্কিন ড্রোন হামলায় নিহত হন।

২০০৯ সালে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে মাওলানা সুফি মুহাম্মদকে গ্রেপ্তার করা হয়। তবে, ২০১৮ সালের জানুয়ারিতে পেশোয়ার হাই কোর্ট তাকে মুক্তি দেয়।

মুক্তির পর মাওলানা সুফি মুহাম্মদকে কিছুদিনের জন্য লেডি রিডিং হাসপাতালে চিকিৎসা নেন। গত বৃহস্পতিবার তার বাস ভবনে তিনি ইন্তিকাল করেন।

সুফি মুহাম্মদ ১৯৩৩ সালে খাইবার পাখতুনখোয়ায় তিনি জন্মগ্রহণ করেন। ধর্মীয় শিক্ষা নেন মাদরাসায়। এরপর তিনি পাক জামায়াতে ইসলামীর সাথে যোগ দেন। কিন্তু জামায়াত ইসলামীর আদর্শগত সমস্যা থাকায় ও গণতান্ত্রিক সংগ্রাম বৈষম্যের কারণে তিনি ১৯৯২ সালে শরিয়াতে মুহম্মদি নামে নতুুুন একটি সংগঠন প্রতিষ্ঠা করেন।

আমেরিকার নিনেভে আক্রমণের পর, আমেরিকা যখন ওসামা বিন লাদেনের খোঁজে হামলা চালায়, তখন সুফি মুহাম্মদ আফগানিস্তানের দিকে যাত্রা করেন এবং তালেবানের সঙ্গ নিয়ে যুদ্ধ করেন।

আফগানিস্তান থেকে ফিরে আসার পর সুফি মুহাম্মদ আটক করে পাকিস্তান সরকার। সুফি মুহম্মদ রাষ্ট্রের বিরুদ্ধে বিভিন্ন সহিংস অভিযান শুরু করেছিল বলে দাবি পাকিস্তান সরকারের। সে সময় থেকে তার ছেলে মোল্লা ফজলুলুল্লাহ আন্দোলনের ভার গ্রহণ করেন।

সূত্র: আল-আরাবিয়া ডটনেট।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ