বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :
বাড্ডায় নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট জামিয়া ইসলামিয়া হোসাইনিয়ায় তাকমীল জামাতের সমাপনী দরস অনুষ্ঠিত একবাক্স নীতি বহাল রাখতে আলোচনা চলমান: গাজী আতাউর রহমান হলফনামায় তথ্য গোপনের অভিযোগ জামায়াত প্রার্থীর বিরুদ্ধে তিনি কাঁদলেন, কারণ তিনি চেয়েছিলেন ঐক্য নেতাকর্মীদের অপ্রীতিকর কিছুতে না জড়াতে বললেন জামায়াত আমির ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে : মার্কিন কূটনীতিকদের প্রধান উপদেষ্টা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি : সালাহউদ্দিন ট্রাম্পের হুমকির পরও ইরানে বিক্ষোভকারী এরফানের মৃত্যুদণ্ড কার্যকর আজ?

‘আমার স্বপ্নের পুরুষ ছিলেন প্রিন্সিপাল আল্লামা হাবীবুর রহমান রহ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম

কিভাবে একটি ঘুমন্ত জাতিকে জাগ্রত করতে হয়, কিভাবে অধপতিত একটি জাতিকে অধিকার আদায়ে জাগিয়ে তুলতে হয়, কিভাবে ইসলাম ও মুসলিমদের চির শত্রু নাস্তিক মুরতাদ বেইমানদের বিরুদ্ধে হুঙ্কার ছাড়তে হয়, কিভাবে তসলিমা নাসরিনদের মত নাস্তিকদের দেশ ছাড়া করতে হয়, বাংলাদেশ খেলাফত মজলিসের সাবেক আমীর প্রিন্সিপাল আল্লামা হাবীবুর রহমান রহ. দেশ ও জাতিকে দেখিয়ে গিয়েছেন।

আজ শনিবার ১৩ জুলাই বাংলাদেশ খেলাফত মজলিসের সাবেক আমীর প্রিন্সিপাল আল্লামা হাবীবুর রহমান রহ. স্মরণে গুলিস্তানের কাজী বশির মিলনায়তনে জাতীয় কনফারেন্সে বাংলাদেশ যুব মজলিসের সভাপতি আল্লামা মামুনুল হক এসব কথা বলেন।

তিনি তার বক্তব্যে আরো বলেন, আমি বাংলাদেশ খেলাফত মজলিসের সাবেক আমীর প্রিন্সিপাল আল্লামা হাবীবুর রহমান রহ. কে অনেক বেশি স্মরণ করি। আমি তাকে স্মরণ করি কারণ আমি তাকে অনুসরণ করি।

আমি যখন ছাত্র ছিলাম তখন থেকে তিনি আমার স্বপ্নের পুরুষ ছিলেন। তার থেকে আমি বাতিলের বিরুদ্ধে হুঙ্কার ছাড়তে শিখেছি। একটি মফস্বল শহর থেকে ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে তাদের কিভাবে জাবাব দিতে হয় তিনি আমাদের শিখিয়েছেন।

বক্তব্য শেষে বাংলাদেশ খেলাফত মজলিসের সাবেক আমীর প্রিন্সিপাল আল্লামা হাবীবুর রহমান রহ. এর রেখে যাওয়া কাজ এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান করেন তিনি।

কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের সিনিয়র সহ-সভাপতি শায়খুল হাদীস আল্লামা আশরাফ আলী।

অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী, বাংলাদেশ সরকারের মাননীয স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীরে শরীয়ত আল্লামা শাহ আতাউল্লাহ হাফেজ্জী, ঢাকা-৬ আসনের এমপি কাজী ফিরোজ রশীদ, বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম সভাপতি মুফতি মুহাম্মদ ওয়াক্কাস।

শিষ্ট বুদ্ধিজীবি ও অর্থনীতিবিদ প্রফেসর ড. মাহবুব উল্লাহ, বেফাকুল মাদারিসিল আরাবীয়া বাংলাদেশ (বেফাক) এর মহাসবি মাওলানা আব্দুল কুদ্দুস, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

আরো উপস্থিত আছেন, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল লতিফ নেজামী, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদরুদ্দীন আহমদ কামরান, মধুপুরের পীর সাহেব মাওলানা আব্দুল হামীদ, বরুনার পীর সাহেব মাওলানা রশীদুর রহমান ফারুক, বেফাকুল মাদারিসিল আরাবীয়া বাংলাদেশ (বেফাক) এর মহাপরিচালক মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী।

সিলেট দরগাহ মাদরাসার মুহতামিম মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ি, বিশিষ্ট ব্যবসায়ী এম ডি জাকির হোসেন, প্রিন্সিপাল আল্লামা হাবীবুর রহমান রহ. এর সাহেবজাদা মাওলানা সামিউির রহমান মুসা। সভাপতিত্ব করবেন আমীরে মজলিস শায়খুল হাদীস আল্লামা ইসমাঈল নূরপুরী।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ