বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :
ট্রাম্পের হুমকির পরও ইরানে বিক্ষোভকারী এরফানের মৃত্যুদণ্ড কার্যকর আজ? রাজধানীর তিন জায়গায় সাত কলেজ শিক্ষার্থীদের অবরোধ, তীব্র যানজট জামায়াতসহ ১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন স্থগিত বিদেশে পালিয়ে থাকাদের হুমকির কোনো ভ্যালু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা চলন্ত ট্রেনের ওপর আছড়ে পড়লো ক্রেন, নিহত ২২ ‘শের’ দ্বারা রুমিন ফারহানার অভিযোগের জবাব দিলেন জুনায়েদ আল হাবীব  এক মাস ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র মোমিনের ৮ মাস পালিয়ে থাকা ও দেশ ছাড়া নিয়ে মুখ খুললেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ক্রেন ভেঙে পড়ে নিহত ২২ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা বাড়লে উপসাগরীয় অঞ্চলে বিপর্যয় ঘটতে পারে: কাতার

বাবরি মসজিদ মামলায় মধ্যস্থতাকারীদের থেকে রিপোর্ট তলব সুপ্রিম কোর্টের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: আবারো দু-সপ্তাহ পিছিয়ে গেল অযোধ্যা-বাবরি মাসজিদ মামলার শুনানি। কারণ অযোধ্যায় জমি বিতর্কে গঠিত মধ্যস্থতাকারী কমিটি বিতর্ক সংক্রান্ত স্টেটাস রিপোর্ট হাতে পেলেই এনিয়ে এগোতে চায় সুপ্রিম কোর্ট।

আজ বৃহস্পতিবার মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের নির্দেশ আগামী ১৮ জুলাইয়ের মধ্যে ওই কমিটির তৈরি করা স্টেটাস রিপোর্ট আদালতে জমা করতে হবে মধ্যস্থতাকারী কমিটিকে। পরবর্তী শুনানি হবে ২৫ জুলাই।

প্রসঙ্গত, মামলার দ্রুত শুনানির আবেদন করে সুপ্রিম কোর্টে আবেদন করেন গোপাল সিং বিসার্দ। তার বক্তব্য ছিল, বিতর্ক নিরসনে যে মধ্যস্থতাকারী কমিটি গঠন করা হচ্ছে তাতে কোনও কাজ হচ্ছে না। সেই মামলারই শুনানি হয় এদিন।

আজ বৃহস্পতিবার অযোধ্যা মামলা ওঠে সুপ্রিম কোর্টে। শুনানিতে সুপ্রিম কোর্টের বেঞ্চ মন্তব্য করে, বাবরি মসজিদ-রাম জন্মভূমি বিতর্কের নিরসনে গঠন করা হয়েছিল একটি মধ্যস্থতাকারী কমিটি। তাই আগে ওই কমিটির রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে।

উল্লেখ্য, ৮ মার্চ ৩ সদস্যের একটি মধ্যস্থতাকারী কমিটি গঠন করে সুপ্রিম কোর্ট। আপোষে মামলাটি মিটিয়ে ফেলার জন্য সুপ্রিম কোর্টের বিচারপতি ফকির মহম্মদ খালিফুল্লার সভাপতিত্বে গঠিত হয় ওই কমিটি।

এছাড়াও ওই কমিটিতে ছিলেন শ্রী শ্রী রবিশঙ্কর ও মাদ্রাজ হাইকোর্টের আইনজীবী শ্রীরাম পাঁচু। আদালতের নির্দেশ ছিল অত্যন্ত গোপনীয়তার সঙ্গে ওই কাজ করতে হবে। সমস্যা সমাধানের জন্য আগামী ১৫ অগাস্ট পর্যন্ত সময় দেওয়া হয় কমিটিকে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ