শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১৩ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
বিদেশি সংস্কৃতি চাপানোর চেষ্টা করবেন না: মুফতি ফয়জুল করিম জমিয়তের জাতীয় কাউন্সিলের ৭ নতুন প্রস্তাবনা ‘আন্তঃধর্মীয় সম্প্রীতি ব্যতিত জুলাই গণঅভ্যুত্থানের সংহতি বজায় রাখা সম্ভব নয়’ গুজরাটে ১ হাজারের বেশি বাংলাদেশি গ্রেপ্তার এবার যে ২০ ভাষায় অনুবাদ করা হবে হজের খুতবা সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ ৫ বছরের পক্ষেই জামায়াত স্বামীর টাকায় হজ করলে ফরজ আদায় হবে? ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ ৩০ ফিলিস্তিনি, নেই উদ্ধারের প্রয়োজনীয় যন্ত্রপাতি পেহেলগামে হামলার স্বচ্ছ তদন্তের জন্য পাকিস্তান প্রস্তুত: শাহবাজ শরীফ জমিয়তের সভাপতি আল্লামা ওবায়দুল্লাহ ফারুক মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি

হিজাব নিয়ে আপত্তিকর মন্তব্য উচিত নয়: মাওলানা করিম ইবনে মুছাব্বির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:

হিজাব নিয়ে কোনো মানুষের আপত্তিকর মন্তব্য করা উচিত নয়, পর্দা মুসলমানদের ফরজ বিধান। তাই এ বিষয়ে কথা বলতে সাবধানতা অবলম্বন করা উচিত। এ কথাগুলো বলেছেন বিশিষ্ট লেখক ও ইসলামি চিন্তাবিদ মাওলানা এম এ করিম ইবনে মুছাব্বির।

যারা মুসলমানদের ধর্মীয় পোশাক হিজাব নিয়ে আপত্তিকর মন্তব্য করে, তাদের পানজাবি লুঙ্গি ছেড়ে আদি যুগের বাসিন্দা হতে পরার্মশ দেন ফ্রান্সে অবস্থানরত এ বিশিষ্ট আলেমে দীন।

গত ১৫ জুন জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়ন আয়োজিত কর্মস্থলে নারীর প্রতি সহিংসতা বন্ধে আইএলও কনভেনশন প্রণয়ন ও বাস্তবায়নে গৃহ শ্রমিকের অধিকার ও মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতকল্পে আইন চাই শীর্ষক আলোচনা সভায় বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের হিজাব নিয়ে মন্তব্যের প্রতিবােদে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বাবা অনেক ভালো মানুষ ছিলেন। তিনি ইসলামের অনেক খেদমত করেছেন।

তার বাবার নাম ছিলো জব্বার খান। যুক্তফ্রন্টের সময় এদেশের বিজ্ঞ আলেম মাওলানা আতহার আলী রহ. ও মাওলানা আতাউর রহমান খান রহ., বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরামর্শে স্পিকার বানানো হয়েছিলো। আলেমরা তার বাবাকে সম্মান করেছেন। তারও উচিত ইসলাম ও আলেমগণকে সম্মান করা।

-এটি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ