মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭

শিরোনাম :

যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনায় নিহত ৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রে এক বিমান দুর্ঘটনায় নয় আরোহীর সবাই নিহত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যায় হাওয়াই’র এক বিমানঘাঁটির কাছে বিমানটি বিধ্বস্ত হয় বলে ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স জানিয়েছে।

এ বিমান দুর্ঘটনা সম্পর্কে হাওয়াই-এর পরিবহন বিভাগ জানায়, দুই ইঞ্জিনের বিমানটি ডিলিনংহাম বিমানঘাঁটির কাছে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পরপরই এতে আগুন ধরে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসের দমকল বিভাগের কর্মীরা।

কিন্তু বিমানের নয় আরোহীর কাউকে বাঁচানো সম্ভব হয়নি। দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই তারা মারা যান। নিহতদের মধ্যে তিনজন গ্রাহক ও বাকি ছয়জন বিমান পরিচালনাকারী সংস্থার কর্মী।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, কয়েক মাইল দূরে থেকেও বিমান বিধ্বস্তের স্থানে ধোঁয়া উড়ছে। তবে বিমানটি উড্ডয়ন নাকি অবতরণ করার সময় বিধ্বস্ত হয়েছে সেটি এখনো পরিষ্কার হওয়া যায়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ