মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭


মাতৃগর্ভে ফিলিস্তিনি শিশুর মাথায় ইসরায়েলি গুলি, অস্ত্রপাচার সফল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসরায়েল ফিলিস্তিন সংঘর্ষে গুলিবিদ্ধ হওয়া সাত মাস বয়সী এক শিশুর মাথায় সফল অস্ত্রপাচারের মাধ্যমে গুলি বের করে এনেছে যুক্তরাষ্ট্রের একটি মেডিকেল টিম। এ শিশুটি মাতৃগর্ভে থাকা অবস্থায় গুলিবিদ্ধ হয়।

রামাল্লায় অবস্থিত ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই আমেরিকার একটি মেডিকেল টিমের নিবির পর্যবেক্ষণে ছিল শিশুটি। তিন সপ্তাহব্যাপী অগ্নিপরীক্ষার পর শিশুটি পুরোপুরি আশঙ্কামুক্ত হয়েছে।

বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতি বছর ১৫০টির বেশি মেডিকেল টিম আসে ফিলিস্তিনে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে যুদ্ধাহত বিভিন্ন জটিল সার্জারির কাজ করে এই টিমগুলো।

এরই অংশ হিসেবে এই মেয়ে শিশুটির জটিল সার্জারি সফলভাবে সম্পন্ন করেছে আমেরিকার এই মেডিকেল টিম।

সূত্র: মিডল ইস্ট মনিটর

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ