মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭

শিরোনাম :
‘কার্যকর বিচারব্যবস্থা অনুপস্থিত থাকায় দেশে অপরাধ প্রবণতা বাড়ছে’ নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আর কখনও রাতের ভোট হবে না: আলী রীয়াজ এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’

মোদির জন্য আকাশপথ খুলে দিচ্ছে পাকিস্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কিরগিজস্তানে চীনা নেতৃত্বাধীন জোট সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) চলতি বছরের সম্মেলনে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য আকাশপথ খুলে দিচ্ছে পাকিস্তান।

ফেব্রুয়ারিতে পুলওয়ামায় বিচ্ছিন্নতাবাদীদের হামলার প্রেক্ষিতে দুই দেশের মধ্যে সৃষ্ট যুদ্ধাবস্থার পর নয়াদিল্লির জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দেয় ইসলামাবাদ।

কাশ্মীরভিত্তিক বিচ্ছিন্নতাবাদী সংগঠন জইশ-ই-মুহাম্মদ পুলওয়ামায় এ হামলা চালায়। এতে নিহত হয় ভারতের আধা সামরিক বাহিনীর ৪৯ সদস্য।

তবে পাকিস্তানের সহায়তা ও পৃষ্ঠপোষকতায় এ হামলা চালিয়েছে বলে দাবি করে ভারত। পাকিস্তান তা নাকচ করে দিলেও দেশটির সন্ত্রাসী ঘাঁটিতে যুদ্ধবিমান দিয়ে হানা দেয় ভারত। সেইসঙ্গে শুরু হয় পাল্টাপাল্টি ডক ফাইট। যাতে পাকিস্তানি যুদ্ধবিমানের তাড়া খেয়ে পিছু হটে ভারত।

সে সময় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে হামলা চালানোর অভিযোগে ভারতীয় বিমান চলাচল নিষিদ্ধ করে পাকিস্তান। সেই থেকে ভারত থেকে সব ধরনের ফ্লাইট বন্ধ রয়েছে পাকিস্তানে।

তবে কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এসসিও সম্মেলনে মোদির যোগ দিতে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে দিতে ইসলামাবাদকে অনুরোধ জানায় নয়াদিল্লি।

ভারতের বার্তা সংস্থা পিটিআইকে এক বিশ্বস্ত সূত্র জানায়, ভারত সরকারের এ অনুরোধে সাড়া দিয়েছে ইসলামাবাদ। ফলে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করে উড়ে যেতে পারবে মোদির বিমান।

১৩ ও ১৪ জুন বিশকেকে এসসিও সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে যোগ দেবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানও। সম্মেলনে মোদির সঙ্গে তার বৈঠক হওয়ার সম্ভাবনা আছে বলে শোনা যাচ্ছে। তবে এ ব্যাপারে কোনো দেশের কূটনৈতিক সূত্র এখনো কিছু নিশ্চিত করেনি।

সূত্র: ডন নিউজ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ