মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আর কখনও রাতের ভোট হবে না: আলী রীয়াজ এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড়

ঈদে মুসলিমদের গোলাপ দিয়ে শুভেচ্ছা জানালো মিয়ানমারের বৌদ্ধরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঈদুল ফিতরের সময় এবার মিয়ানমারে একটি ব্যতিক্রমধর্মী দৃশ্য দেখা গেছে। মিয়ানমারের বৌদ্ধ ধর্মাবলম্বীরা ঈদের নামাজ পড়তে আসা মুসলিমদের গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। শান্তির প্রতীক সাদা গোলাপ দিয়ে মুসলিমদের শুভেচ্ছা জানান বলে জানা যায়।

অথচ কট্টরপন্থী বৌদ্ধরা মাত্র তিন সপ্তাহ আগেই মুসলিমদের মসজিদে নামাজ পড়তে বাধা দিয়েছিল। এ ঘটনার পরই সাইনদিতা নামের এক মধ্যপন্থী বৌদ্ধ ভিক্ষু মুসলিমদের ফুল দেওয়ার উদ্যোগ নেন।

মিয়ানমারের ২৩টি স্থানে রোজার সময় মুসলিমদের মধ্যে প্রায় ১৫ হাজার ফুল বিতরণ করা হয়েছে। জানা গেছে, এ গোলাপ বিতরণ কর্মসূচির মাধ্যমে তারা একটি বার্তা দেওয়ার চেষ্টা করছে।

থেত সোয়ে উইন একজন তরুণ বৌদ্ধ ধর্মাবলম্বী এ প্রসঙ্গে জানান, ‘সাদা গোলাপের মাধ্যমে আমরা বৌদ্ধ জঙ্গিদের এ বার্তা দিতে চাইছি যে, তাদের অন্যায়, মিয়ানমারের অধিকাংশ নাগরিক সমর্থন করে না।

এর আগে মুসলিমরা নামাজ পড়তে বাধা দেওয়ায় ক্ষুব্ধ হয়েছিলেন। তুন তুন সোয়ে নামের এক মুসলিম নাগরিক বলেন, ‘যখন তারা আমাদের নামাজ পড়তে বাধা দিয়েছিল, তখন আমরা দুঃখ পেয়েছিলাম ও ক্রুদ্ধ হয়েছিলাম। তবে এবার মুসলিমরা গোলাপ পেয়ে খুশি।

উল্লেখ্য, ব্যাপক সামরিক নির্যাতনের মুখে ২০১৭ সালের মাঝামাঝিতে ৭ লাখের বেশি মুসলিম দেশ ছেড়ে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। এর আগে থেকেই এখানে অবস্থান করছে ৩ লাখের বেশি রোহিঙ্গা।

বাংলাদেশের অর্থনীতি এত বিপুল সংখ্যাক শরণার্থীর ভারে ন্যুজ হয়ে পড়েছে। কিন্তু বাংলাদেশ সরকার বারবার এসব শরণার্থীদের ফিরিয়ে নেওয়ার দাবি জানালেও মিয়ানমার এতে সাড়া দিচ্ছে না।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ