মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আর কখনও রাতের ভোট হবে না: আলী রীয়াজ এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড়

ভারতের নির্বাচনে ইভিএমে প্রোগ্রামিং করা হয়েছে: মমতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের নির্বাচনে ইভিএমে প্রোগ্রামিং করা হয়েছে। তদন্ত দরকার। ফের নির্বাচনে ভোটযন্ত্রের কারচুপির অভিযোগে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে তৃণমূল নেত্রী ঘোষণা করলেন, চলতি বছরের ২১ জুলাই ব্যালটে ভোটের দাবি সভা করবে তৃণমূল।

হুগলি জেলার নেতৃত্বের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,কলঙ্কপূর্ণ ভোট হয়েছে। নির্বাচন কমিশনকে আরও ক্ষমতা দেওয়া উচিত ছিল।

একটা কলেজিয়াম থাকা দরকার। বিভিন্ন জায়গায় ৩০ শতাংশ ইভিএম অকেজো ছিল। মক পোলও করা হয়নি। তৃণমূল নেত্রীর অভিযোগ, ইভিএম প্রোগ্রামিং করা হয়েছিল। তদন্ত হওয়া দরকার।

নির্বাচনের ইভিএম নিয়ে তদন্তের দাবিতে তামাম বিরোধী দলগুলির এগিয়ে আসা উচিত বলেও মনে করেন মমতা। তার কথায়, নির্বাচন কমিশনের সামনে প্রতিবাদে বসা উচিত। তৃণমূল কি এমন কোনও কর্মসূচি নিচ্ছে? তৃণমূল নেত্রী বলেন, আমি পরামর্শ দিতে পারি। আমি বাংলায় থাকি।

নির্বাচনের সময় হাওয়ালার টাকা ব্যবহার করা হয়েছিল বলেও অভিযোগ করেছেন মমতা। তাঁর কথায়, টাকা দিয়ে নির্বাচন হয়েছে। ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন হয়েছে। সত্যিটা বেরিয়ে আসবে।

তৃণমূলের জনসংযোগ যাত্রার ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২১ জুন চন্দ্রকোনা থেকে শুরু হবে তৃণমূলের জনসংযোগ যাত্রা।

চলবে ১৮ জুলাই পর্যন্ত। সুন্দরবন, উত্তরবঙ্গ ও জঙ্গলমহল থেকে শুরু হবে জনসংযোগ যাত্রা। ২১ জুলাই কলকাতায় প্রতিবছরের মত শহিদ সমাবেশ করবে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, একুশে জুলাইয়ের তিন দিন আগে থেকে লোক আসতে শুরু করেন। একুশের জুলাইয়ের পর আবার ২৫ জুলাই থেকে শুরু হবে জনসংযোগ যাত্রা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ