রবিবার, ১১ জানুয়ারি ২০২৬ ।। ২৭ পৌষ ১৪৩২ ।। ২২ রজব ১৪৪৭


পরপর দুই দফায় কেঁপে উঠলো ভারত-আন্দামান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পরপর দুই দফা ভূমিকম্পে বঙ্গোপসাগরে অবস্থিত আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ ও ভারতের উত্তরাখণ্ড কেঁপে উঠেছে। আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ শুক্রবার রাত ১২টা ৩৫ মিনিটে ভূমিকম্প আঘাত হানে।

অপরদিকে ভারতের উত্তরাখণ্ড আঘাত হানে শনিবার ভোর রাতে। তবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া না গেলেও আতঙ্ক ছড়িয়েছে।

ভূমিকম্প গবেষক সংস্থা আইএমডি জানিয়েছে, শুক্রবার রাতে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৯। এর পরদিন শনিবার ভোর রাতে ভারতের উত্তরাখণ্ডের চামোলিতে ভূমিকম্প টের পাওয়া যায়। রিখটার স্কেলে এর মাত্র ছিল ৩ দশমিক ৯।

তবে এখন পর্যন্ত দুই দফা ভূমিকম্পে কোথাও কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর যায়নি। মাত্রা কম থাকলেও রাতের বেলায় কম্পন অনুভূত হওয়া স্থানীয়রা আতঙ্কে রাস্তায় নেমে আসেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ