সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ৩০ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে মরক্কোতে হাজারো মানুষের বিক্ষোভ দাওয়াত ও তাবলিগের নীরব বিপ্লব ফিলিস্তিনকে স্বীকৃতি দিলো যুক্তরাজ্য-কানাডা ও অস্ট্রেলিয়া গ্রেপ্তার এড়াতে বাস পাল্টায়, গন্ধে ১৪ কেজি গাঁজাসহ ধরা খেল তরুণী দুপুরের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের আভাস সত্তর হাজার কালেমা পড়লে কি মাগফিরাত পাওয়া যায়? ঢাবির হল রিডিংরুমে বসছে এসি, সংস্কার হবে ক্যান্টিনও: ডাকসু জিএস ধর্ষণে অন্তঃসত্ত্বা মাদরাসা ছাত্রী, অভিযুক্ত জামায়াতকর্মী গ্রেপ্তার. ইসলামকে একটি বার সুযোগ দেওয়ার অনুরোধ শায়খে চরমোনাইয়ের বক্তা আমির হামজার বক্তব্য মনগড়া ও অসত্য: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

হেলমেট না পরায় জরিমানা করা হল প্রধানমন্ত্রীকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মোটরসাইকেল চালানোর সময় হেলমেট না পরায় কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনকে জরিমানা করা হয়। খবর স্থানীয় সংবাদমাধ্যম খেমার টাইমসের।

গত ১৮ জুন মোটরসাইকেল চালানোর সময় হেলমেট না পরায় তাকে জরিমানা করা হয় বলে জানায় স্রে অ্যাম্বেল জেলার পুলিশ।

গত বুধবার ট্রাফিক আইনের লঙ্ঘন করে হুন সেন হেলমেট ছাড়াই মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এ কারণে কোহ কং প্রদেশের পুলিশ তাঁকে ১৩০ বাথ জরিমানা করে।

তাকে জরিমানার অর্থ রাজধানী নম পেনে গিয়ে পরিশোধের জন্য অনুরোধ করেন পুলিশ কর্মকর্তা সুন নেম। পরে এই ভুলের জন্য তিনি জনগণের কাছে ক্ষমাও চেয়েছেন। মাত্র ২৫০ মিটার রাস্তা হেলমেট ছাড়া গিয়েছিলেন হুন সেন।

হুন সেন তাঁর ফেসবুক পেজে জানান, কম্বোডিয়ার সংসদীয় আইন অনুযায়ী মোটরসাইকেলের নম্বর প্লেট না থাকা বা হেলমেট ছাড়া বাইক চালানো ট্রাফিক আইনের লঙ্ঘন। রাজনীতিকই হোন বা প্রধানমন্ত্রী, আইন সবার জন্যই সমান।

হেলমেট ছাড়াই মোটরসাইকেল চালানোয় তিনি যেমন দোষী তেমনি মোটরসাইকেলের নম্বর প্লেট না থাকায় এর মালিকও সমানভাবে দোষী।

তিনি নিজেই গিয়ে শুধু তাঁর জরিমানার অর্থ নয়, মোটরসাইকেলের মালিকের সমপরিমাণ জরিমানাও পরিশোধ করবেন। প্রধানমন্ত্রীর মতো ক্ষমতাশালী ব্যক্তির ক্ষেত্রেও কোনো ধরনের বৈষম্যমূলক আচরণ না করায় কোহ কং রাজ্য পুলিশকে ধন্যবাদও জানিয়েছেন হুন সেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ