সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ৩০ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে মরক্কোতে হাজারো মানুষের বিক্ষোভ দাওয়াত ও তাবলিগের নীরব বিপ্লব ফিলিস্তিনকে স্বীকৃতি দিলো যুক্তরাজ্য-কানাডা ও অস্ট্রেলিয়া গ্রেপ্তার এড়াতে বাস পাল্টায়, গন্ধে ১৪ কেজি গাঁজাসহ ধরা খেল তরুণী দুপুরের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের আভাস সত্তর হাজার কালেমা পড়লে কি মাগফিরাত পাওয়া যায়? ঢাবির হল রিডিংরুমে বসছে এসি, সংস্কার হবে ক্যান্টিনও: ডাকসু জিএস ধর্ষণে অন্তঃসত্ত্বা মাদরাসা ছাত্রী, অভিযুক্ত জামায়াতকর্মী গ্রেপ্তার. ইসলামকে একটি বার সুযোগ দেওয়ার অনুরোধ শায়খে চরমোনাইয়ের বক্তা আমির হামজার বক্তব্য মনগড়া ও অসত্য: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

গত দুই মাসে ৯০৫ ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মার্চ ও এপ্রিল মাসে ৯০৫ জন ফিলিস্তিনি নাগরিককে আটক করেছে ইসরায়েলের সেনাসদস্যরা। একটি যৌথ রিপোর্টের পরিসংখ্যানে দেখা গেছে বন্দিদের মধ্যে ২৩ জন নারী ও ১৩৩ জন শিশু রয়েছে বলে খবর প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি।

ফিলিস্তিনি কারাগার সোসাইটি, বন্দি ও প্রাক্তন বন্দিদের একটি কমিশন এবং প্রিজনার সাপোর্ট অ্যান্ড হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশন কর্তৃক একটি যৌথ পরিসংখ্যানের বরাত দিয়ে প্রতিবেদনের মাধ্যমে এ খবর প্রকাশ করা হয়।

প্রতিবেদনে আরো বলা হয়, ইসরায়েলের কারাগারে ২৫০ জন শিশু এবং নাবালকদের বন্দি করে রেখেছে দেশটির সেনা সদস্যরা। একই সঙ্গে ৪৫ জন নারীকেও বন্দি করে রাখা হয়েছে কারাগারে। এ নিয়ে বন্দির সংখ্যা সর্বমোট পাঁচ হাজার ৭০০ জন।

প্রতিবেদনে আরও বলা হয়, বর্তমানে ইসরায়েলি নীতির অধীনে প্রশাসনিক বন্দি হিসেবে রয়েছে প্রায় ৫০০ জন ফিলিস্তিনি নাগরিক। এই নীতিতে কোন ধরনের অপরাধ প্রমাণ হওয়া ছাড়াই সন্দেহভাজনদের ছয় মাস বন্দি রাখতে পারবে ইসরায়েলি প্রশাসন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ