বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির  মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬

জুলাই মাসেই উইন্ডোজ সেভেনের সব আপডেট বন্ধ হয়ে যাবে, কী করবেন?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একটি আপডেট না নিলে চলতি বছরের জুলাই মাস থেকেই উইন্ডোজ সেভেন-এর ব্যবহারকারীরা বিপদে পড়বেন বলে জানিয়েছেন মাইক্রোসফট। কারণ মাইক্রোসফটের তরফে আগেই বলা হয়েছিল যে, ২০২০ সাল থেকে মাইক্রোসফটের উইন্ডোজ সেভেন অপারেটিং সিস্টেমে আর কোনও সিকিউরিটি আপডেট পাওয়া যাবে না। যদিও ডেস্কটপ বা ল্যাপটপে উইন্ডোজ ৭ অপারেটিং সিস্টেম ব্যবহার করা যাবে।

কিন্তু চলতি বছরেই মার্চ মাসে উইন্ডোজ সেভেন অপারেটিং সিস্টেমের জন্য নতুন একটি সিকিউরিটি আপডেট আনতে চলেছে মাইক্রোসফট। প্রতিষ্ঠানটি বলছে, এই আপডেটটি যদি ব্যবহারকারীরা না নেন, তা হলে আগামী জুলাই মাসেই উইন্ডোজ সেভেনের সব রকম সাপোর্ট বন্ধ হয়ে যাবে।

এর কারণ হিসেবে বলা হয়েছে, এর আগে এসএইচএ-১ নামের যে সিকিউরিটি সিস্টেম উইন্ডোজ সেভেনে দেওয়া হত, সেটিকে আর সুরক্ষিত মনে করছেন না উইন্ডোজ সেভেন নির্মাতারা। তাই এসএইচএ-২ নামের নতুন সিকিউরিটি সিস্টেম উইন্ডোজ সেভেনের জন্য আনতে চলেছেন তাঁরা। আগামী জুলাই মাস পর্যন্ত এই নতুন আপডেট পাওয়া যাবে বলে জানানো হয়েছে সংস্থার তরফে।

কী হতে পারে এই নতুন সিস্টেমে আপগ্রেড না করলে?

জানা যাচ্ছে যে, অ্যান্টিভাইরাস ও ম্যালওয়ার আটকানোর জন্য আর কোনও সুরক্ষা পাওয়া যাবে না এই অপারেটিং সিস্টেমে। ফলে কম্পিউটার খারাপ হওয়ার সঙ্গে সঙ্গেই বাড়বে ব্যক্তিগত তথ্য হারানোর ঝুঁকিও। এই নিরাপত্তাজনিত ঝুঁকি ও ভাইরাসের সমস্যা এড়াতে উইন্ডোজ ১০-এ আপগ্রেড করার পরামর্শ দিয়েছে উইন্ডোজ নির্মাতা মার্কিন প্রতিষ্ঠানটি।

সূত্র: ম্যাংগো টিভি।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ