বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭

শিরোনাম :
‘ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না বলে জানিয়েছেন জামায়াত আমির’ ভুল সংবাদের ভিত্তিতে ইসি শোকজ করেছে: মাওলানা মামুনুল হক এলপিজি গ্যাসের সংকট মোকাবেলায় সরকারের বড় পদক্ষেপ  ইসিতে শুনানির পঞ্চম দিনে আরও ৭৩ প্রার্থীর আপিল মঞ্জুর বিজিবিতে নিয়োগ পেয়ে যা বললেন ফেলানীর ছোট ভাই ইসলামী আন্দোলনের আমীর সংবাদ সম্মেলন স্থগিত করতে কাউকে অনুরোধ করেন নাই কুষ্টিয়ায় শীতার্তদের দ্বারে দ্বারে ‘রেডিয়েন্ট সার্কেল’ বাড্ডায় নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট জামিয়া ইসলামিয়া হোসাইনিয়ায় তাকমীল জামাতের সমাপনী দরস অনুষ্ঠিত

‘ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে ১০ হাজার, শ্রমিকদের ২০ কেজি চাল দেয়া হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গুলশানের ডিএনসিসি মার্কেটের কাঁচা বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থ দেয়া হবে বলে জানিয়েছেন ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

এছাড়া ওই মার্কেটে কাজ করা শ্রমিকদের ২০ কেজি করে চাল দেওয়া হবে বলে জানান তিনি।

শনিবার (৩০ মার্চ) বিকেলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মার্কেট এলাকা পরিদর্শনে এসে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, এখানে যারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আছেন তাদের লিস্ট ধরে সবাইকে ১০ হাজার টাকা ও শ্রমিকদের মাথাপিছু ২০ কেজি করে চাল দেওয়া হবে। তবে তাদের পুনর্বাসনের জন্য মন্ত্রণালয় থেকে সুপারিশ থাকবে।

মার্কেট এলাকায় এসে মন্ত্রী ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। এ সময় ব্যবসায়ীরা মন্ত্রীর কাছে জোরালো দাবি জানান।

এ সময় ব্যবসায়ীরা তাদের নিজেদের অসহায়ত্বের কথা তুলে ধরেন। বলেন, সমানে ঈদ আমরা পুরো ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছি। আমাদের জন্য যতো তাড়াতাড়ি সম্ভব কিছু একটা করুন। না হলে পরিবারসহ আমাদের রাস্তায় থাকতে হবে। যতো তাড়াতাড়ি সম্ভব আমাদের মার্কেটটি দাঁড় করিয়ে দিন।

ব্যবসায়ীদের এমন দাবির পরিপ্রেক্ষিতে মন্ত্রী বলেন, আপনাদের সহযোগিতা করা হবে, এ বিষয়ে মেয়রের সঙ্গে কথা বলেছি। আপনাদের জন্য পাকা ঘর নির্মাণ করে দেওয়া হবে।

ঈদের আগেই পাকা ঘর করে পুনর্বাসন সম্ভব কি না জানতে চাইলে তিনি বলেন, এটা সিটি করপোরেশনের ব্যপার।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ