বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :
ভুল সংবাদের ভিত্তিতে ইসি শোকজ করেছে: মাওলানা মামুনুল হক এলপিজি গ্যাসের সংকট মোকাবেলায় সরকারের বড় পদক্ষেপ  ইসিতে শুনানির পঞ্চম দিনে আরও ৭৩ প্রার্থীর আপিল মঞ্জুর বিজিবিতে নিয়োগ পেয়ে যা বললেন ফেলানীর ছোট ভাই ইসলামী আন্দোলনের আমীর সংবাদ সম্মেলন স্থগিত করতে কাউকে অনুরোধ করেন নাই কুষ্টিয়ায় শীতার্তদের দ্বারে দ্বারে ‘রেডিয়েন্ট সার্কেল’ বাড্ডায় নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট জামিয়া ইসলামিয়া হোসাইনিয়ায় তাকমীল জামাতের সমাপনী দরস অনুষ্ঠিত একবাক্স নীতি বহাল রাখতে আলোচনা চলমান: গাজী আতাউর রহমান

বিশ্ব ইজতেমার মুনাজাত চলছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টঙ্গির তুরাগ তীরে কাকরাইল মারকাজের তত্ত্বাবধানে চলা ৫৪তম বিশ্ব ইজতেমার মুনাজাত চলছে। এর মাধ্যমে শেষ হবে বিশ্ব ইজতেমা।

মুনাজাত পরিচালনা করছেন কাকরাইল মারকাজের শীর্ষ শুরা সদস্য হাফেজ মাওলানা মুহাম্মাদ জোবায়ের ।

এদিকে সকাল ৮ টার দিকে শুরু হয় বিশেষ হেদায়েতি বয়ান। মাওলানা খুরশিদ আলমের বয়ান শেষে হেদায়েতি বয়ান করছে মাওলানা ইবরাহিম দেওলা। অনুবাদ করছেন হাফেজ মাওলানা জুবায়ের আহমদ।

ভারতের তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বি মাওলানা ইবরাহিম দেওলা মুনাজাতের আগে হেদায়েতি বয়ানে মুনাজাতেরগুরুত্ব ও মাহাত্ব বিষয়ে আলোচনা করছেন। এরপর দোয়া অনুষ্ঠিত হবে।

মাওলানা ইবরাহিম দেওলা বলেন, সমস্ত নবীকে আল্লাহ দাওয়াতের কাজ দিয়েছেন এবং দুআর এনাম দিয়েছেন। সমস্ত নবী দুআর পুরস্কার পেয়েছেন। হজরত আদম আ. ভুল করেছেন কিন্তু দুআর বিনিময়ে মাফ পেয়েছেন।

এদিকে ঢাকাসহ পার্শ্ববর্তী জেলার ধর্মপ্রাণ মানুষ ইজতেমার বিশেষ এ মুনাজাতে অংশ নিতে সকাল থেকেই ইজতেমার দিকে আসছেন। ইজতেমার ময়দান ও আশপাশ আগে থেকেই কানায় কানায় পূর্ণ হওয়ায় বাড়তি লোকজনকে অবস্থান করতে হচ্ছে রাস্তায় ও আশপাশের অলিগলিতে।

পুলিশ বলছে, মুনাজাত শেষ না হওয়া পর্যন্ত টঙ্গী থেকে গাজীপুর চৌরাস্তা, পূবাইলের মিরেরবাজার ও আশুলিয়ায়ার আবদুল্লাহপুরে যান চলাচল বন্ধ থাকবে। তবে বিকল্প পথে চলতে পারবে।

এবারের ইজতেমায় অনেক বিদেশে শীর্ষ আলেম মুরব্বি অংশ নিয়েছেন। ভারতের তাবলিগের শীর্ষ মুরব্বি মাওলানা আহমদ লাট, মাওলানা ইবরাহিম দেওলা ও মাওলানা জুহাইরুল ইসলাম অংশ নেন।

বাংলাদেশের শীর্ষ সব উলামায়ে কেরামও এবার ইজতেমায় অংশ নিয়েছেন। গতকাল ইজতেমায় জুমা আদায় করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফী। তিনি মুনাজাতের পর মাঠ ত্যাগ করবেন বলে জানা গেছে।

এছাড়াও তাবলীগের আলেম উপদেষ্টা আল্লামা আশরাফ আলী, আল্লামা মাহমুদুল হাসান ও আল্লামা আবদুল কুদ্দুসসহ শীর্ষ আলেমগণ ইজতেমায় উপস্থিত হয়েছেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ