রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জাতিসংঘ অধিবেশনে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী আরও দুই নেতা যেসব দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে  ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলো যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া জাগো হে কওমি তারুণ‍্য! রাতেই ঢাকাসহ তিন অঞ্চলে ঝড়ের আভাস অর্থনীতির মূল লক্ষ্য হতে হবে উদ্বৃত্ত সৃষ্টি: বাণিজ্য উপদেষ্টা চবির আরবি বিভাগের নতুন সভাপতি অধ্যাপক ড. গিয়াস উদ্দিন তালুকদার ডেঙ্গুতে একদিনে ১২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৪০ সিরাতকে ধারণের মাধ্যমেই সত্যিকার পরিবর্তন সম্ভব: ধর্ম উপদেষ্টা সিরাতুন্নবী (সা.) সাধারণ জ্ঞান প্রতিযোগিতার লাইভ ড্র অনুষ্ঠান ২৩ সেপ্টেম্বর

৭৯ শতাংশ তরুণ দেশে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ২০১৮ সালের শেষে এসে দেশে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী অ্যাকাউন্টের সংখ্যা তিন কোটি ৪০ লাখ দাঁড়িয়েছে যার মধ্যে তরুণ ও পুরুষের আধিপত্যই বেশি।

৭৯ শতাংশ সামাজিক যোগাযোগ মাধ্যম ১৮ থেকে ৩৪ বছর বয়সের তরুণ নারী-পুরুষ মিলে দখল করে রেখেছে।

তিন কোটি ৪০ লাখের মধ্যে মোবাইল ফোনের মাধ্যমেই ব্যবহারকারী তিন কোটি ২০ লাখ। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং তথ্য প্রযুক্তির ব্যবহারে কাজ করা বৈশ্বিক সংগঠন হটসুইট চলতি সপ্তাহে এমন প্রতিবেদন প্রকাশ করেছে।

হটসুইট বলছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের মধ্যে উঠতি বয়সী পুরুষের ৩৩ শতাংশ, যাদের বয়স ১৮ বছর থেকে ২৪ বছরের মধ্যে। আর এখানে ২৫ বছর থেকে ৩৪ বছর বয়সীদের অংশ আছে ২৫ শতাংশ।

অন্যদিকে ১৮ বছর থেকে ২৪ বছরের মধ্যে থাকা মেয়েরাও এখন আর পিছিয়ে নেই। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের দিক থেকে ১৪ শতাংশের দখল নিয়ে তারা তৃতীয় স্থানে আছে।

প্রকাশিত প্রতিবেদন অনুসারে, বয়স ৪৪ বছর পেরুনো নারী-পুরুষ নির্বিশেষে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের প্রবণতা একেবারেই কম।

তাদের তথ্যমতে, মোট জনসংখ্যার ৪৯ দশমিক ৬০ শতাংশ নারী হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারের ক্ষেত্রে তারা অনেক পিছিয়ে।

হটসুইটের হিসাব অনুসারে, এখন দেশে নয় কোটি ১৮ লাখ অ্যাক্টিভ ইন্টারনেট সংযোগের সংখ্যা।

মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে গতি ৯ দশমিক ৬ এমবিপিএস। আর ফিক্সড সংযোগে ইন্টারনেটের গতি ১৮ দশমিক ৭০ এমবিপিএস।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ