শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১৩ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬


প্রধানমন্ত্রীর নামে ফেসবুক পেজ খুলে প্রতারণা, গ্রেফতার ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যসহ জাতীয় নেতাদের নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে প্রতারণা ও রাষ্ট্রবিরোধী প্রচার চালানোর অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১৬ জানুয়ারি) রাতে র‌্যাব-২ এর একটি দল ঢাকার মগবাজার, মোহাম্মদপুর এবং সাভার, ডেমরা ও কেরানীগঞ্জ থেকে তাদের গ্রেফতার করে র‌্যাব। গ্রেফতার পাঁচজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।

বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে রাজধানীর কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান  জানান, ‘গ্রেফতারকৃত ভুয়া অ্যাকাউন্ট খুলে প্রতারণার মাধ্যমে অর্থ আদায় করে আসছিল। এছাড়া তারা ফেসবুকে গুজব ছড়ানোর পাশাপাশি ভুয়া, উস্কাকিমূলক ও রাষ্ট্রবিরোধী প্রচারণা চালিয়ে আসছিল।’

আরআর


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ