বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৭ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬


রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরতেই হবে: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরতেই হবে বলে আবারো সাফ জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউ ইয়র্কে বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে এ কথা জানান তিনি।

তবে রোহিঙ্গা ইস্যুতে প্রতিবেশি দেশের সঙ্গে কোনো লড়াই চান না বলেও মন্তব্য করেন শেখ হাসিনা। বলেন জনবহুল দেশে আর কোনো বোঝা বইতে রাজি নয় তার সরকার।

মিয়ানমারের টালবাহানায় রোহিঙ্গা প্রত্যাবাসন বারবার পিছিয়ে যাচ্ছে জানিয়ে শেখ হাসিনা বলেন, তাদের প্রতি আর আস্থা রাখা যাচ্ছে না। প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক চাপের মুখে ডিসেম্বরে মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ফেরাতে বাংলাদেশের সঙ্গে চুক্তি করলেও প্রত্যাবাসন এখনও শুরু হয়নি।

আর এর দায়ও বাংলাদেশের ওপর চাপানোর চেষ্টা করেন মিয়ানমার নেত্রী অং সান সু চি।

ব্যবসাকে সহজ করতে এলো বিসফটি!


সম্পর্কিত খবর