রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
সিলেট মহানগরীর ২০নং ওয়ার্ড যুব জমিয়তের আহবায়ক কমিটি গঠন সম্পন্ন পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির প্রয়োজন- আহমদ আবদুল কাইয়ূম জেদ্দায় হজ সম্মেলন ও প্রদর্শনী নভেম্বরে আজ ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে যুক্তরাজ্য খেলাফত মজলিস বানিয়াচং উপজেলা শাখার ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন ‘নীলনদের পানি যেমন নীল নয়, তেমনি জামায়াতেও ইসলাম নেই’ কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল, সম্পাদক মাজহারুল ‘ইসলামি শক্তির মধ্যে অনৈক্য সৃষ্টি করে এমন বক্তব্য থেকে বিরত থাকুন’ গণঅধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার আলোচনা, নেতৃত্ব নিয়ে জটিলতা পিআর সিস্টেমের নির্বাচন নিরাপদ নির্বাচন, আদর্শের নির্বাচন: শায়খে চরমোনাই

টেকনাফ পাহাড় থেকে গলাকাটা অবস্থায় ৩ রোহিঙ্গা উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজারের টেকনাফ উপজেলার একটি পাহাড় থেকে গলাকাটা অবস্থায় তিন রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ রয়েছেন আরও তিনজন। আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার হোয়াইক্যং চাকমারকুলের পারিয়া পাহাড়ের ভিতর থেকে ওই তিনজনকে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া রোহিঙ্গারা হলেন, উখিয়া কুতুপালং লম্বাসিয়া ক্যাম্পের ই-৩ ব্লকের ৮ নাম্বার ঘরের মো. আনোয়ার (৪০) ও একই ব্লকের নুর আলম (৪৫) এবং বালুখালী ১ নম্বর ব্লকের ডি-৩-এ-১-এর মো. খালেক G

টেকনাফের হোয়াইক্যং পুলিশ চৌকির কর্মকর্তা (এসআই) দীপংকর কর্মকার জানান, সকালে খবর পেয়ে পুলিশের একটি দল তার নেতৃত্বে ও স্থানীয়দের সহযোগিতায় পাহাড়ের ভিতর থেকে গলাকাটা অবস্থায় ওই তিন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়।

পরে চাকমারকুল সেভ দ্যা চিলড্রেন হাসপাতালে নেওয়া হলে তাদের উন্নত চিকিৎসার জন্য উখিয়া কুতুপালং হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে গুরুত্বর আহত আনোয়ারকে এমএসএফ হাসপাতালে ও অন্য দুইজনকে রেড ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিখোঁজ তিন রোহিঙ্গার সন্ধানে পাহাড়ে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। তবে কে বা কারা তাদের হত্যার চেষ্টা করেছিল, সে বিষয়ে এখনও নিশ্চিত কিছু জানাতে পারেননি এসআই দীপংকর কর্মকর।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার বড়ূয়ার বলেন, সকালে রোহিঙ্গা ক্যাম্পের ২০০ গজ দূরে পাহাড়ের ভিতর থেকে গলাকাটা অবস্থায় তিন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনার সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

হোয়াইক্যং ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ নূর আহাম্মদ আনোয়ারী বলেন, স্থানীয়দের কাছ থেকে শুনেছি, উখিয়া থেকে ছয়জন রোহিঙ্গাকে অপহরণ করা হয়েছে। তাদের মধ্যে চাকমারকুল পাহাড়ি এলাকা থেকে তিনজনকে গলাকাটা অবস্থায় উদ্ধার করা হয়।

ক্লিক বিসফটি

মুফতি তাকি উসমানি রচিত সমস্ত হাদীসগ্রন্থের নতুন ভার্সন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ