বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭

শিরোনাম :
বাংলাদেশ খেলাফত মজলিসের লিডারশিপ প্রশিক্ষণ ওয়ার্কশপ অনুষ্ঠিত জামি'আ ইকরায় উচ্চতর উলুমে হাদিস বিভাগের যাত্রা শুরু সংবিধান উপেক্ষা করে কাশ্মীরে মসজিদ সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য সংগ্রহ শুরু ন্যায্যতার ভিত্তিতে আসন সমঝোতা হওয়া প্রয়োজন: খেলাফত মজলিস ‘ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না বলে জানিয়েছেন জামায়াত আমির’ ভুল সংবাদের ভিত্তিতে ইসি শোকজ করেছে: মাওলানা মামুনুল হক এলপিজি গ্যাসের সংকট মোকাবেলায় সরকারের বড় পদক্ষেপ  ইসিতে শুনানির পঞ্চম দিনে আরও ৭৩ প্রার্থীর আপিল মঞ্জুর বিজিবিতে নিয়োগ পেয়ে যা বললেন ফেলানীর ছোট ভাই ইসলামী আন্দোলনের আমীর সংবাদ সম্মেলন স্থগিত করতে কাউকে অনুরোধ করেন নাই

এবার চীন-মার্কিন পাল্টাপাল্টি শুল্কারোপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  চীনা পণ্যে ফের নতুন করে শুল্ক কার্যকর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সঙ্গে সঙ্গে পাল্টা পদক্ষেপ নিয়েছে চীন। বলা হচ্ছে- এর মধ্য দিয়ে দুদেশের বাণিজ্যযুদ্ধ আরও ঘনীভূত হচ্ছে।

যুক্তরাষ্ট্র এবার দ্বিতীয় দফায় চীন থেকে আমদানি করা এক হাজার ৬০০ কোটি ডলার মূল্যের পণ্যে ২৫ শতাংশ শুল্ক চালু করেছে। চীনও তাৎক্ষণিকভাবে একই পরিমাণ মার্কিন পণ্যের ওপর একই হারে শুল্ক কার্যকর করেছে।

জুলাইয়ে বাণিজ্যযুদ্ধ শুরুর পর থেকে দুদেশের এমন পাল্টাপাল্টি পদক্ষেপে এ পর্যন্ত সব মিলিয়ে একে অপরের পাঁচ হাজার কোটি ডলার মূল্যের আমদানি পণ্যের ওপর শুল্কারোপ হল।

যুক্তরাষ্ট্র চীনে যত পণ্য রফতানি করে তার তুলনায় চীন থেকে আমদানি করে আরও বেশি পণ্য। সুতরাং আরও শুল্কারোপের ফলে বহু কোম্পানি এবং ভোক্তারাও ক্ষতির শিকার হতে পারেন। এবার যেসব পণ্যে শুল্ক চালু হয়েছে, তার আওতায় আছে মোটরসাইকেল ও অ্যান্টেনা।

যুক্তরাষ্ট্রের আরোপিত নতুন শুল্ক এমন সময় কার্যকর হয়েছে, যখন ওয়াশিংটনে উভয় দেশ আলোচনা চালিয়ে যাচ্ছে।

ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার আগে থেকেই চীনের অন্যায় বাণিজ্য নিয়ে উচ্চবাচ্য করে আসছেন। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারের সময় তিনি বলেছিলেন, চীন আমেরিকার অর্থনীতিকে ধর্ষণ করছে।

তার কথায়, চীন ও অন্যান্য দেশ সস্তায় তাদের পণ্য বিক্রি করে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো থেকে সুবিধা নিচ্ছে।

২০১৭ সালের আগস্টে ট্রাম্প চীনের বাণিজ্যনীতি খতিয়ে দেখার নির্দেশ দেন এবং এর পর এ বছর জানুয়ারি থেকে তিনি একের পর এক চীনা পণ্যে শুল্কারোপ করে চলেছেন।

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ