বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭

শিরোনাম :
সংবিধান উপেক্ষা করে কাশ্মীরে মসজিদ সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য সংগ্রহ শুরু ন্যায্যতার ভিত্তিতে আসন সমঝোতা হওয়া প্রয়োজন: খেলাফত মজলিস ‘ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না বলে জানিয়েছেন জামায়াত আমির’ ভুল সংবাদের ভিত্তিতে ইসি শোকজ করেছে: মাওলানা মামুনুল হক এলপিজি গ্যাসের সংকট মোকাবেলায় সরকারের বড় পদক্ষেপ  ইসিতে শুনানির পঞ্চম দিনে আরও ৭৩ প্রার্থীর আপিল মঞ্জুর বিজিবিতে নিয়োগ পেয়ে যা বললেন ফেলানীর ছোট ভাই ইসলামী আন্দোলনের আমীর সংবাদ সম্মেলন স্থগিত করতে কাউকে অনুরোধ করেন নাই কুষ্টিয়ায় শীতার্তদের দ্বারে দ্বারে ‘রেডিয়েন্ট সার্কেল’ বাড্ডায় নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি

হাফেজ মোশারফের মুফতি হবার স্বপ্ন কেড়ে নিল বেপরোয়া বাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মুফতি হবার স্বপ্নপূরণ হলো না সড়ক দুর্ঘটনায় নিহত হাফেজ মোশারফের। নিহত মোশারফের মা মেহের খাতুন বলেন, ‘আমার স্বপ্ন ছিল ছোট ছেলেকে মুফতি বানাব। সেই স্বপ্ন আমার পূরণ হলো না। অকালে ঝড়ে গেল আমার আদরের ছোট ছেলেটি।’

বুধবার দুপুরে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে বাসচাপায় নিহত হয় মাদরাসা শিক্ষার্থী হাফেজ মো. মোশারফ হোসেন। সে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের দক্ষিণ জোয়ারিয়া গ্রামের মো. আব্দুল মালেকের ছেলে।

হাফেজ মোশারফ পাশের উপজেলা কুলিয়ারচরের আগরপুর বাসস্ট্যান্ড এলাকার জামিয়া মাদানিয়া ইসলামিয়ার নাহভেমির জামাতে পড়ালেখা করছিলো। তিন ভাই ও দুই বোনের মধ্যে সে ৪র্থ এবং ভাইদের মধ্যে সবার ছোট।

জামিয়া মাদানিয়া ইসলামিয়া আগরপুর মাদরাসার নাজেমে তালিমাত (শিক্ষা সচিব)মুফতি মনির হোসেন আল হাবেবী বলেন, মোশারফ অামাদের মাদ্রাসার একজন মেধাবী ছাত্র ছিলেন । সে এবছর নাহভেমীর পরীক্ষায় অংশগ্রহণ করে বাংলাদেশ বেফাক বোর্ডে শ্রেষ্ঠ হবে এমন আশা ছিল। এ স্বপ্ন অার পূরণ হলো না। তিনি বেপোরোয়া গাড়ী চালকদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।

ব্যবসা নিয়ে দুশ্চিন্তা আর নয়-  ক্লিক 

নিহতের বড় ভাই মাদরাসা শিক্ষক মাওলানা মাহমুদুল হাসান মঞ্জিল বলেন, ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে মাদরাসায় শোক দিবস পালন শেষে সিএনজি অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে আমার ছোট ভাই হাফেজ মোশারফ হোসেন সড়ক দুর্ঘটনায় মারা যায়।

তিনি আরো বলেন, আর যেন কেউ আমার মতো আদরের ভাইকে না হারায়।

উল্লেখ্য, গত ১৫ আগস্ট বুধবার বিকাল সাড়ে ৩ টার দিকে কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচরে ভৈরব-কিশোরগঞ্জ হাইওয়ে সড়কে উপজেলার কোনাপাড়া নামক স্থানে বাস-সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক সহ ৩ জন নিহত হয়। নিহতরা হলো মাদরাসা ছাত্র হাফেজ মোঃ মোশারফ হোসেন (২০) সহ সিএনজি চালিত অটোরিকশার চালক বাজিতপুর উপজেলার পুরান খলা গ্রামের ইদু মিয়ার ছেলে আবুল হোসেন (১৮) ও ভৈরব উপজেলার মিরারচর গ্রামের আক্তার হোসেনের ছেলে বাহার উদ্দিন (৫০) ।

আরও পড়ুন:  সভাপতির পদ না পেয়ে মাদরাসার দুই শিক্ষককে কোপালেন আ’লীগ নেতা

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ