বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭

শিরোনাম :
সংবিধান উপেক্ষা করে কাশ্মীরে মসজিদ সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য সংগ্রহ শুরু ন্যায্যতার ভিত্তিতে আসন সমঝোতা হওয়া প্রয়োজন: খেলাফত মজলিস ‘ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না বলে জানিয়েছেন জামায়াত আমির’ ভুল সংবাদের ভিত্তিতে ইসি শোকজ করেছে: মাওলানা মামুনুল হক এলপিজি গ্যাসের সংকট মোকাবেলায় সরকারের বড় পদক্ষেপ  ইসিতে শুনানির পঞ্চম দিনে আরও ৭৩ প্রার্থীর আপিল মঞ্জুর বিজিবিতে নিয়োগ পেয়ে যা বললেন ফেলানীর ছোট ভাই ইসলামী আন্দোলনের আমীর সংবাদ সম্মেলন স্থগিত করতে কাউকে অনুরোধ করেন নাই কুষ্টিয়ায় শীতার্তদের দ্বারে দ্বারে ‘রেডিয়েন্ট সার্কেল’ বাড্ডায় নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি

সভাপতির পদ না পেয়ে মাদরাসার দুই শিক্ষককে কোপালেন আ’লীগ নেতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাগুরায় একটি মাদরাসার পরিচালনা কমিটির সভাপতির পদে  নির্বাচিত হতে না পেরে প্রতিষ্ঠানটির সুপার ও সহকারী শিক্ষককে কুপিয়ে জখম করেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা শহর আলি ও তার সহকর্মীরা। গুরুতর আহত অবস্থায় দুই শিক্ষককে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ আগস্ট) বিকালে মাগুরার শালিখা উপজেলার জুনারি মহিলা মাদরাসায় এ ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা দুই শিক্ষকের কাছ থেকে নগদ ৫০ হাজার টাকা ও মোটরসাইকেল ছিনিয়ে নেয়।

স্থানীয়রা  জানান, বৃহস্পতিবার শালিখা উপজেলার জুনারি মহিলা মাদরাসায় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে অধিকাংশ ভোটারের সমর্থন নিয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমি মজুমদার। কিন্তু পরাজিত প্রার্থী আড়পাড়া ইউনিয়নের সাবেক মেম্বার স্থানীয় আওয়ামী লীগ নেতা শহর আলি সভাপতি না হতে পেরে ক্ষুব্ধ হয়ে এ ঘটনা ঘটান।

আহত মাদরাসা সুপারিনটেনডেন্ট মাওলানা আশরাফ আলির ছেলে হাদিউজ্জামান জানান, বিকাল ৪টার দিকে তার বাবা মাওলানা আশরাফ আলি ও অপর সহকারী শিক্ষক নাজির হোসেনকে নিয়ে মোটরসাইকেলে করে মাদরাসা থেকে আড়পাড়া সদরে ফিরছিলেন। পথে কাতলি এলাকায় পৌঁছালে আওয়ামী লীগ নেতা শহর আলি তার কয়েকজন সহযোগী নিয়ে তাদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন। পরে গুরুতর আহত অবস্থায় তাদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমি মজুমদার জানান, দুপুরে মাদরাসার নির্বাচন ছিল ঠিকই। কিন্তু এই সন্ত্রাসী হামলার সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। পুরনো শত্রুতার জের ধরেই তাদের ওপর হামলা চালানো হয়েছে। তাছাড়া তাদের কাছ থেকে নগদ ৫০ হাজার টাকা এবং ছিনিয়ে নেয়া মোটরসাইকেলটি উদ্ধারে পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে।

শালিখা থানা ওসি রবিউল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তাছাড়া বিষয়টি মীমাংসার দায়িত্ব নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার এমপির ছোট ভাই বিমল শিকদার।

আরও পড়ুন: ‘কওমি মাদরাসার স্বীকৃতির বিরোধিতাকারীরা মূর্খের স্বর্গে বাস করেন’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ