বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭

শিরোনাম :
‘ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না বলে জানিয়েছেন জামায়াত আমির’ ভুল সংবাদের ভিত্তিতে ইসি শোকজ করেছে: মাওলানা মামুনুল হক এলপিজি গ্যাসের সংকট মোকাবেলায় সরকারের বড় পদক্ষেপ  ইসিতে শুনানির পঞ্চম দিনে আরও ৭৩ প্রার্থীর আপিল মঞ্জুর বিজিবিতে নিয়োগ পেয়ে যা বললেন ফেলানীর ছোট ভাই ইসলামী আন্দোলনের আমীর সংবাদ সম্মেলন স্থগিত করতে কাউকে অনুরোধ করেন নাই কুষ্টিয়ায় শীতার্তদের দ্বারে দ্বারে ‘রেডিয়েন্ট সার্কেল’ বাড্ডায় নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট জামিয়া ইসলামিয়া হোসাইনিয়ায় তাকমীল জামাতের সমাপনী দরস অনুষ্ঠিত

শিক্ষার্থীদের ‘রাজাকারের বাচ্চা’ বলে বিপাকে আ. লীগ নেতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভকারী শিক্ষার্থীদের ‘রাজাকারের বাচ্চা’ বলে বিপাকে পড়েছেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি ও আওয়ামী লীগ নেতা গোপীনাথ দাস।

বুধবার (১ আগষ্ট) দুপুরের দিকে চাষাড়া রাইফেল ক্লাবের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, বুধবার দুপুরের দিকে চাষাড়া রাইফেল ক্লাবের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করছিলেন। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের গালাগাল শুরু করেন গোপিনাথ দাস।

একপর্যায়ে তিনি শিক্ষার্থীদের ‘রাজাকারের বাচ্চা’ বলেও সম্বোধন করেন। এতে আন্দোলনরতরা এর তীব্র প্রতিবাদ জানালে তিনি আরও গালাগাল করতে থাকেন বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানায়, গোপীনাথ দাস শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে কটূক্তি করেছেন। তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছেন। এর প্রতিবাদ করলে তিনি শিক্ষার্থীদের ধমক দেন। এরপর শিক্ষার্থীরা কমান্ডার গোপীনাথের ওপর চড়াও হয় এবং মারমুখী হয়ে ওঠে। পরে গোপীনাথ তার ভুল স্বীকার করে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চান। এরপর শিক্ষার্থীরা শান্ত হয়।

এ সময় তাকে শিক্ষার্থীরা ক্ষমা চাওয়ার আহ্বান জানায়। কিন্তু তিনি এতে আরও উত্তেজিত হয়ে শিক্ষার্থীদের মারধরের হুমকি দেন।

পরে পরিস্থিতি আরও খারাপ হলে তিনি ক্ষমা চেয়ে স্থান ত্যাগ করেন।

আরও পড়ুন: ৭ দফা দাবিতে কালও বিক্ষোভ করবে শিক্ষার্থীরা

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ