বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭

শিরোনাম :
‘ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না বলে জানিয়েছেন জামায়াত আমির’ ভুল সংবাদের ভিত্তিতে ইসি শোকজ করেছে: মাওলানা মামুনুল হক এলপিজি গ্যাসের সংকট মোকাবেলায় সরকারের বড় পদক্ষেপ  ইসিতে শুনানির পঞ্চম দিনে আরও ৭৩ প্রার্থীর আপিল মঞ্জুর বিজিবিতে নিয়োগ পেয়ে যা বললেন ফেলানীর ছোট ভাই ইসলামী আন্দোলনের আমীর সংবাদ সম্মেলন স্থগিত করতে কাউকে অনুরোধ করেন নাই কুষ্টিয়ায় শীতার্তদের দ্বারে দ্বারে ‘রেডিয়েন্ট সার্কেল’ বাড্ডায় নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট জামিয়া ইসলামিয়া হোসাইনিয়ায় তাকমীল জামাতের সমাপনী দরস অনুষ্ঠিত

নবীনগরে তথ্যমন্ত্রীর সফর ঠেকানোর ঘোষণা এমপি বাদলের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় আগামী ২৬ জুলাই একই দিনে হেফাজতে ইসলাম বাংলাদেশ এর শানে রেসালাত সম্মেলন ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-জাসদে-এর সমাবেশকে ঘিরে ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে রাজনৈতিক অঙ্গন।  এ নিয়ে নবীনগরে চলছে উত্তপ্ত আলোচনা।

একই স্থানে জাসদের পাল্টা সম্মেলন ডাকার পর এবার জাসদের জনসভা প্রতিহত করার ঘোষণা দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল।

সোমবার দুপুরে নবীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে দলের একটি বিশেষ সভায় তিনি নিজের কর্মী বাহিনীকে আগামী ২৬ জুলাই নবীনগর সরকারি পালইট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিতব্য জাসদের জনসভা প্রতিহত করার নির্দেশনা দিয়েছেন বলে সভা সূত্রে জানা গেছে। সভায় বাদলের দেয়া এমন ঘোষণায় উপজেলা জুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

জানা যায়, আগামী ২৬ জুলাই শানে রেসালাত সম্মেলনের আয়োজন করবে হেফাজতে ইসলাম বাংলাদেশ। বেশ কিছুদিন থেকেই পোস্টার ছাপিয়ে চলছে প্রচার। এর মধ্যেই বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-জাসদ একই স্থানে সমাবেশ আহ্বান করেছে। এ নিয়ে নবীনগরে চলছে উত্তপ্ত আলোচনা।

হেফাজতের সানে রেসালাত সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন হেফাজত ইসলাম বাংলাদেশ’র আমীর শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী।

অন্যদিকে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-জাসদ নবীনগর উপজেলা শাখার সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন দলের সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

একই দিন বিকেলে একই স্থানে দুই সমাবেশকে কেন্দ্র করে আলোচনা সমালোচনা চলছে।

এ অবস্থায় সংসদ সদস্য বাদল দলের বিশেষ সভা ডেকে নবীনগরে তথ্যমন্ত্রীর আগমন ঠেকানোর ঘোষণা দিয়েছেন।

এদিকে, শানে রেসালাত সম্মেলন বিষয়ে  শনিবার বেলা ১১টায় উপজেলা কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে হেফাজতে ইসলাম নবীনগরের নেতারা। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা হেফাজতের সভাপতি মাওলানা আমিরুল ইসলাম।

বক্তব্যে তিনি বলেন, নাস্তিক-মুরতাদদের ইসলাম ও ঈমান বিনাশী ষড়যন্ত্রের প্রতিবাদ ও মুসলমানদের ধর্মীয় অধিকার ও কৃষ্টি-কালচার সংরক্ষণ এবং পেয়ারা নবী হযরত মুহাম্মদ সা.-আদর্শ বাস্তবায়নই হেফাজতে ইসলামের মূল লক্ষ্য।

আরও পড়ুন : একই মাঠে হেফাজত-জাসদের সমাবেশ; উত্তেজনা
‘নবীনগরে হেফাজতের সম্মেলন বানচাল করতে নানামুখি ষড়যন্ত্রে হচ্ছে’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ