শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬ ।। ১৯ পৌষ ১৪৩২ ।। ১৪ রজব ১৪৪৭

শিরোনাম :
বিশিষ্ট বক্তা কামরুল ইসলাম সাঈদ আনসারীর মনোনয়নপত্র বাতিল গুলশান আজাদ মসজিদে মায়ের দোয়া মাহফিলে তারেক রহমান নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে: সালাহউদ্দিন আহমদ আল্লাহ স্বাক্ষী, ১৪ মাসে এক কাপ চায়ের টাকাও দুর্নীতি করিনি: হাসনাত ‘ইসলামী ছাত্র আন্দোলনকে সাহাবাদের চরিত্র দৃঢ়ভাবে ধারণ করতে হবে’ ৭২ বছর ইমামতি, ‘শেষ খুতবা’র পর আবেগঘন বিদায় নিলেন মাওলানা আবদুল হক শহীদ হাদির নাম এখন আর বাংলাদেশের সীমানায় সীমাবদ্ধ নয়: নৌ উপদেষ্টা মুফতি আমির হামজার আয় কত, জানা গেল হলফনামায় এই দেশ সব ধর্মের মানুষের: ধর্ম উপদেষ্টা ৪ ডিগ্রিতে নামতে পারে দেশের তাপমাত্রা

সিসিক নির্বাচন : শিক্ষায় এগিয়ে ডা. মোয়াজ্জেম হোসেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ৯ মেয়র প্রার্থীর দাখিল করা হলফনামা থেকে জানা যায়, প্রার্থীদের মধ্যে শিক্ষাগত যোগ্যতায় এগিয়ে  ইসলামী আন্দোলনের প্রার্থী ডা. মোয়াজ্জেম হোসেন খান। তার শিক্ষাগত যোগ্যতায় সবার ওপরে।

সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের বিভাগীয়প্রধান, নগরীর মজুমদারপাড়ার বাসিন্দা মোয়াজ্জেম পাস করেছেন এমবিবিএস ও ডিএফএম। তার বার্ষিক আয় ১১ লাখ ২০ হাজার ৬২৪ টাকা।

অন্যদিকে,  ৯ মেয়র প্রার্থীর মধ্যে সম্পদ বেশি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, দলের কেন্দ্রীয় সদস্য ও মহানগর সভাপতি বদর উদ্দিন আহমদ বদর উদ্দিন আহমদ কামরানের। কামরানের সম্পদ রয়েছে প্রায় ৭ কোটি টাকার।

তার বার্ষিক মোট আয় ২৪ লাখ ৯১ হাজার ৪০৩ টাকা। নগরীর ছড়ারপাড়ের বাসিন্দা পেশায় 'বালু-পাথর সরবরাহকারী ও কমিশন এজেন্ট' কামরানের শিক্ষাগত যোগ্যতা এইচএসসি। তার মোট ৭ কোটি ৪২ লাখ ৯৪ হাজার ৮০২ টাকার সম্পদ রয়েছে। এর মধ্যে অস্থাবর ৩ কোটি ৯৭ লাখ ৯৩ হাজার ৪১২ টাকা এবং স্থাবর ৩ কোটি ৪৫ লাখ ১ হাজার ৩৯০ টাকা।

এ ছাড়া সম্পদে বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী ও শিক্ষাগত যোগ্যতায় বিএনপির বিদ্রোহী প্রার্থী বদরুজ্জামান সেলিম এর পরের স্থানে রয়েছেন। সর্বোচ্চ ৩৪ মামলা রয়েছে জামায়াত নেতা জুবায়েরের বিরুদ্ধে। পেশা নেই সিপিবি-বাসদ প্রার্থী আবু জাফরের।

সিলেট সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আলীমুজ্জামান সমকালকে বলেন, প্রার্থীরা হলফনামায় যেসব তথ্য দিয়েছেন, তা প্রকাশ করা হবে। কেউ মিথ্যা তথ্য দিলে বা তথ্য গোপন করলে প্রার্থিতা বাতিল করতে পারবে নির্বাচন কমিশন।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ