বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭

শিরোনাম :
‘ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না বলে জানিয়েছেন জামায়াত আমির’ ভুল সংবাদের ভিত্তিতে ইসি শোকজ করেছে: মাওলানা মামুনুল হক এলপিজি গ্যাসের সংকট মোকাবেলায় সরকারের বড় পদক্ষেপ  ইসিতে শুনানির পঞ্চম দিনে আরও ৭৩ প্রার্থীর আপিল মঞ্জুর বিজিবিতে নিয়োগ পেয়ে যা বললেন ফেলানীর ছোট ভাই ইসলামী আন্দোলনের আমীর সংবাদ সম্মেলন স্থগিত করতে কাউকে অনুরোধ করেন নাই কুষ্টিয়ায় শীতার্তদের দ্বারে দ্বারে ‘রেডিয়েন্ট সার্কেল’ বাড্ডায় নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট জামিয়া ইসলামিয়া হোসাইনিয়ায় তাকমীল জামাতের সমাপনী দরস অনুষ্ঠিত

চৌগাছায় মাদরাসা ছাত্রী হত্যার ঘটনায় গ্রেফতার ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : যশোরের চৌগাছা উপজেলার হাকিমপুর দাখিল মাদরাসার ৫ম শ্রেণির ছাত্রী শর্মিলা খাতুন (৯) হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বুধবার যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র‌্যাব ও পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- স্বরুপপুর গ্রামের রফিকের ছেলে তুষার, ফটকা মুন্সির জামাই সুমন, ফটকা মুন্সির ছেলে রাজু, তুষারের ছেলে নাহিদ এবং তমিজ উদ্দিন।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার হাকিমপুর ইউনিয়নের ফকিরাবাদের মাঠ থেকে নিখোঁজ শর্মিলা খাতুনের (৯) মরদেহ উদ্ধার করে পুলিশ। শর্মিলা হাকিমপুর ইউনিয়নের ফকিরাবাদ গ্রামের হাফিজুর রহমান ওরফে কালুর মেয়ে।

শর্মিলা গত ২২ জুন সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। এ ঘটনায় নিহতের বাবা চৌগাছা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

মঙ্গলবার সন্ধ্যায় হাকিমপুর মহিলা কলেজ সংলগ্ন ফকিরাবাদের মাঠে শর্মিলার মরদেহ পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

বুধবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে বিকেল ৫টায় মরদেহ নিহতের বাড়ি পৌঁছায়। সন্ধ্যায় ফকিরাবাদে শর্মিলাকে দাফন করা হয়।

নিহতের বাবা হাফিজুর রহমান ওরফে কালু জানান, তার মেয়ে শর্মিলাকে গত ২২ জুন আম খাওয়ার কথা বলে অভিযুক্তরা বাড়ি ডেকে নিয়ে যায়। তার মেয়েকে ধর্ষণের পর গলাটিপে হত্যা করে অভিযুক্তরা।

র‌্যাব কর্মকর্তা নকিব আহাম্মদ জানান, এ ঘটনার সঙ্গে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। সেই সঙ্গে তাদের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে।

আরও পড়ুন : টাঙ্গাইলে মাদরাসা শিক্ষকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ