শুক্রবার, ০৯ মে ২০২৫ ।। ২৬ বৈশাখ ১৪৩২ ।। ১১ জিলকদ ১৪৪৬


ঈদে ঘুরতে গিয়ে নৌকাডুবি : ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ঈদে ঘুরতে গিয়ে গাজীপুর সিটি করপোরেশনের বাইমাইল এলাকায় বিলের পানিতে একটি নৌকা ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১৬ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। তৎক্ষণাৎ নিহত শিশুদের পরিচয় জানা যায়নি। তবে তাদের বয়স ৮ থেকে ১২ বছরের মধ্যে বলে জানা গেছে।

স্থানীয় বাদল নামে এক ব্যবসায়ী জানান, বিকেলে ওই এলাকার বিলের পানিতে ছোট নৌকায় করে নয়জন মিলে ঘুরছিলো। হঠাৎ নৌকাটি পানিতে ডুবে যায়। এতে ঘটনাস্থলেই তিন শিশুর মৃত্যু হয়। এ ঘটনায় আরেকজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান ওই ব্যবসায়ী।

জয়দেবপুর থানাধীন ভোগড়া পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক ( এএসআই) রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

৭শ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক, দশ লাখ শিশু পাবে শিক্ষার আলো

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ