শুক্রবার, ০৯ মে ২০২৫ ।। ২৫ বৈশাখ ১৪৩২ ।। ১১ জিলকদ ১৪৪৬


বরিশালে ২০ মাদরাসা বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বরিশালের ২০টি মাদরাসার একাডেমিক স্বীকৃতি বাতিলসহ অনলাইনে পাসওয়ার্ড, মাদরাসা কোড নম্বর ও ইআইআইএন নম্বর বন্ধ করে দেওয়া হয়েছে।

এসব মাদরাসা থেকে টানা দুই বছরে কোন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ না নেওয়ার ফলে এই সিন্ধান্ত নিয়েছে মাদরাসা শিক্ষা বোর্ড।

মাদরাসা শিক্ষা বোর্ড গত বুধবার এ সংক্রান্ত এক আদেশ জারি করেছে। এতে বরগুনায় ৫টি, বরিশালে ২টি, ভোলায় ৬টি পটুয়াখালীতে ৭টি মাদরাসা বন্ধ ঘোষণা করা হয়।

মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক এ কে এম ছায়েফ উল্যা সাংবাদিকদের জানান, ২০১৭ ও ২০১৮ সালে ২০২টি মাদরাসা থেকে কোনো পরীক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নেয়নি। এর কারণ দর্শাতে মাদরাসাগুলোতে নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু বেশির ভাগ মাদরাসা থেকে সেই নোটিশেরও কোনো জবাব পাওয়া যায়নি। তাই এসব মাদরাসা বন্ধ ঘোষণা করা হয়েছে।

শিশু কিশোরদের জন্য আন্তর্জাতিক মানের একটি আদর্শ মাদরাসা

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ