বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :
লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট জামিয়া ইসলামিয়া হোসাইনিয়ায় তাকমীল জামাতের সমাপনী দরস অনুষ্ঠিত একবাক্স নীতি বহাল রাখতে আলোচনা চলমান: গাজী আতাউর রহমান হলফনামায় তথ্য গোপনের অভিযোগ জামায়াত প্রার্থীর বিরুদ্ধে তিনি কাঁদলেন, কারণ তিনি চেয়েছিলেন ঐক্য নেতাকর্মীদের অপ্রীতিকর কিছুতে না জড়াতে বললেন জামায়াত আমির ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে : মার্কিন কূটনীতিকদের প্রধান উপদেষ্টা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি : সালাহউদ্দিন ট্রাম্পের হুমকির পরও ইরানে বিক্ষোভকারী এরফানের মৃত্যুদণ্ড কার্যকর আজ? রাজধানীর তিন জায়গায় সাত কলেজ শিক্ষার্থীদের অবরোধ, তীব্র যানজট

ব্রাক্ষণবাড়িয়া জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ব্রাক্ষণবাড়িয়া জেলা সমিতির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জাতীয় সংসদ ভবনের মাহবুব প্লাজায় ব্রাক্ষণবাড়িয়া জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ব্রাক্ষণবাড়িয়া জেলা সমিতির সভাপতি, পার্বত্য চট্রগ্রাম বিষয়ক সংসদীয় স্থায়ীয় কমিটির সদস্য ও সংসদ সদস্য র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী এ্যাড মো. কামরুল ইসলাম এমপি।

প্রধান অথিতির বক্তব্যে খাদ্যমন্ত্রী বলেন, ইফতারির আগে দোয়া কবুল হয়। আপনারা দেশের শান্তি-শৃখ্ঙলা ও নিরাপত্তার জন্য আল্লাহর কাছে দোয়া করুন। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং আমরা বিশ্বের বুকে একটি গর্বিত জাতি হিসেবে আত্মপ্রকাশ করছি। এ কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো বেশি শক্তিশালী করার আহ্বান জানান তিনি।

সভাপতিরে বক্তব্যে র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেন, ব্রাক্ষনবাড়িয়া জেলার মানুষ সম্প্রীতিকে পছন্দ করেন। জেলা ব্রাক্ষণবাড়িয়া সমিতি বিভিন্ন সময়ে নানামূখী উদ্যোগের মাধ্যমে সামাজিক বিভিন্ন কর্মকান্ড করে আসছে। ব্রাক্ষণবাড়িয়া জেলা ও দেশের অগ্রতির জন্য ‘ব্রাক্ষণবাড়িয়া জেলা সমিত’ কাজ করতে চায়। তিনিও সকলের কাছে দোয়া কামনা করেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্রাক্ষণবাড়িয়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মইনুদ্দিন মইন। ইফতার মাহফিলে পবিত্র কোরআন শরিফ থেকে তেলাওয়াত ও মোনাজাত পরিচালনা করেন শাইখুল হাদীস আল্লামা আব্দুস সামাদ।

অনুষ্ঠিত ইফতার মাহফিলে দল-মত নির্বিশেষে ব্রাক্ষণবাড়িয়া জেলার গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : ‘শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ এটি এখন জাতীয় স্লোগান: মোকতাদির চৌধুরী এমপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ