শুক্রবার, ০২ মে ২০২৫ ।। ১৮ বৈশাখ ১৪৩২ ।। ৪ জিলকদ ১৪৪৬


ব্রিটেনে এই প্রথম মুসলিম স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ব্রিটেনে প্রথম বারের মতো কোনো গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পেলেন মুসলিম ব্যক্তি। পাকিস্তানি বংশোদ্ভূত সাজিদ জাভিদকে ব্রিটেনের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।

এর আগে অবৈধ অভিবাসী বিতাড়ন সম্পর্কিত সরকারি নীতি নিয়ে কেলেঙ্কারির মুখে গত রোববার ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাম্বার রাড পদত্যাগ করেন। এর পরদিন সোমবার তার জায়গায় সাজিদ জাভিদকে নিয়োগ দেয়া হয়।

তবে সাজিদ জাভিদকে স্বরাষ্ট্রমন্ত্রী করায় ব্রিটেন জুড়ে বিস্ময়ের সৃষ্টি হয়েছে।

সাজিদ জাভিদ শুধুমাত্র প্রথম মুসলিমই নয়, বরং তিনি একজন প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত যিনি ব্রিটেনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।

সাজিদ জাভিদের অন্যতম প্রধান দায়িত্ব হবে অভিবাসন নিয়ে ব্রিটেনের জনগণের চাপ ও উদ্বেগ সামলানো।

উল্লেখ্য,ষাটের দশকে সাজিদ জাভিদের বাবা পাকিস্তান থেকে ব্রি‌টে‌নে আসেন। প্রথমে কাপড়ের কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন এবং পরে বাসচালকের চাকরি করা এ লোকটির ছেলেই এখন ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী।

ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ