শুক্রবার, ০২ মে ২০২৫ ।। ১৮ বৈশাখ ১৪৩২ ।। ৪ জিলকদ ১৪৪৬


শান্তিচুক্তির জন্য ঐতিহাসিক বৈঠকে দুই কোরিয়ার শীর্ষ নেতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নানা জল্পনা শেষে দুই কোরিয়ার মধ্যে ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। মুখোমুখি বসেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে ইন।

আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হয়েছ, পানমুনজোমের পিস হাউজে বৈঠকে বসেছেন এই দুই নেতা। দেশ দু’টির মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা নিরসনে এ বৈঠককে উল্লেখযোগ্য অগ্রগতি বলে মনে করছে আন্তর্জাতিক মহল।

জানা গেছে, দুই নেতার আলোচনায় কোরীয় উপদ্বীপে পরমাণু নিরস্ত্রীকরণ; দুই কোরিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং আনুষ্ঠানিক শান্তিচুক্তির বিষয়টি প্রাধান্য পাবে।

১৯৫৩ সালে শেষ হওয়া কোরীয় যুদ্ধের পর এই প্রথম কোনো উত্তর কোরীয় নেতা দক্ষিণ কোরিয়ার ভূখণ্ডে প্রবেশ করলেন।

চীনের কাছে উত্তর কোরিয়ার প্রেসিডেন্টের ক্ষমা প্রার্থণা

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ