রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো: প্রেসসচিব আফগানিস্তানের এক ইঞ্চি মাটিও নিয়ে কোনো চুক্তি নয়: প্রতিরক্ষা কর্মকর্তা বক্তা আমির হামজার ক্ষমা প্রার্থনা, সতর্ক করল জামায়াত আফগানের পানি ও বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের আলেম প্রতিনিধি দলের সাক্ষাৎ ধর্মীয় অনুশাসনের শিথিলতা পরিবারব্যবস্থা সংকটাপন্ন করে তুলছে: শায়খ আহমাদুল্লাহ বাগরাম বিমানঘাঁটি ফেরত না দিলে খারাপ কিছু ঘটবে, হুমকি ট্রাম্পের আ.লীগকে দল হিসেবে দ্রুত বিচারের আওতায় আনা উচিত : নাহিদ ইসলাম সিলেটে ১ মাস ধরে নিখোঁজ আবিদুল মিয়া সিলেট মহানগরীর ২০নং ওয়ার্ড যুব জমিয়তের আহবায়ক কমিটি গঠন সম্পন্ন পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির প্রয়োজন- আহমদ আবদুল কাইয়ূম

‘আপনার মুসলিম প্রতিবেশীর সঙ্গে সাক্ষাৎ করুন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবরার আবদুল্লাহ : মুসলিম বিদ্বেষ দূর করতে এবং মানুষের মাঝে ইসলামের সঠিক ধারণা ছড়িয়ে দিতে অভিনব পদ্ধতিতে কাজ করছেন যুক্তরাষ্ট্রের হান্টসভিলের মুসলমানরা।

তারা অমুসলিমদের মসজিদে এবং নিজ বাড়িতে দাওয়াত করে নিয়ে যাচ্ছেন। যেনো তারা ইসলাম সম্পর্কে তাদের প্রশ্নগুলো করতে পারে এবং তার সঠিক উত্তর দেয়া যায়।

তারা এ ইভেন্টের নাম দিয়েছে ‘আপনার মুসলিম প্রতিবেশীর সঙ্গে সাক্ষাৎ করুন’।

হান্টসভিলের ইসলামিক সেন্টার স্থানীয় সাধারণ মানুষকে ইসলাম সম্পর্কে জানতে প্রতি শনিবার মসজিদে আসার আহ্বান জানিয়েছে।

ইভেন্ট পরিচালক রিমা বলেন, আমরা চেষ্টা করছি মানুষের জন্য আমাদের দরজা উন্মুক্ত করে দিতে। যাতে তারা এসে ইসলাম সম্পর্কে প্রশ্ন করতে পারে এং সে সম্পর্কে ধারণা লাভ করে। আমরা মনে করছি, এ যুগে এমন ইভেন্ট অপরিহার্য।

তিনি এ ইভেন্টের যৌক্তিকতা তুলে ধরে বলেন, এখন এমন অনেক মানুষ ইসলাম সম্পর্কে নানান প্রশ্নের উত্তর দেয়, যারা মুসলিমই নন। তাই আমরা সঠিক উত্তর প্রদানের জন্য এটি গ্রহণ করেছি।

এখানে যারা অংশগ্রহণ করবে তারা ইসলামের মৌলিক বিষয়গুলো সম্পর্কে ধারণা পাবে, ইসলামে নারীর অধিকার ও পর্দার বিধান সম্পর্কে জানতে পারবে।

‘আপনার মুসলিম প্রতিবেশির সঙ্গে সাক্ষাৎ করুন’ ইভেন্টকে আকর্ষণীয় করে তুলতে হরেক রকম খাবার ও বিনোদনের ব্যবস্থাও করা হয়েছে।

এ পর্যন্ত ২০০ অমুসলিম এ ইভেন্টে অংশগ্রহণ করেছেন।

নিউজ নাইনটিন থেকে আবরার আবদুল্লাহর অনুবাদ

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ