বৃহস্পতিবার, ০১ মে ২০২৫ ।। ১৮ বৈশাখ ১৪৩২ ।। ৩ জিলকদ ১৪৪৬


রাম মন্দির ধ্বংসে ভারতীয় মুসলিমদের হাত নেই; আরএসএস প্রধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গতকাল রবিবার মহারাষ্ট্রের পলগড় জেলার দাহানু’তে বিরাট হিন্দু সম্মেলনে ভারতের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস) এর প্রধান মোহন ভাগবত বলেছেন, রাম মন্দির ধ্বংসের পিছনে বাইরের শক্তির হাত রয়েছে, এতে ভারতের মুসলিমরা কোনোভাবেই জড়িত নয়।ভারতের মানুষরা এই ধরনের কাজে লিপ্ত থাকতে পারে না।

তিনি জানান, ভারতের মুসলিম সম্প্রদায়ের মানুষরা রাম মন্দির ধ্বংস করেনি। ভারতীয় নাগরিকরা এই ধরনের জঘন্য কাজ করতে পারে না। ভারতীয়দের ভাবমূর্তি ক্ষুন্ন করতেই বিদেশি শক্তিই মন্দির ধ্বংস করেছে।

রাম মন্দির পুনর্নির্মাণে রাষ্ট্রের দায়িত্বের বিষয়টি স্মরণ করে তিনি বলেন, আজ আমরা স্বতন্ত্র। তাই যেটা ধ্বংস করা হয়েছে সেটাকে পুনর্নির্মাণ করাটা আমাদের দায়িত্ব কারণ এটা কেবল একটা মন্দিরই নয়, এটা আমাদের পরিচয়ের প্রতীক।

অযোধ্যায় যদি রাম মন্দির নির্মাণ না হয় তবে ভারতীয় সংস্কৃতির শিকড়টাই নষ্ট হয়ে যাবে বলেও মন্তব্য করেন আরএসএস প্রধান।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ