বৃহস্পতিবার, ০১ মে ২০২৫ ।। ১৮ বৈশাখ ১৪৩২ ।। ৩ জিলকদ ১৪৪৬


ছেলের হত্যাকারীকে ক্ষমা করে দৃষ্টান্ত স্থাপন করলেন সৌদি বাবা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম
আওয়ার ইসলাম

বহু আগ থেকেই সৌদি আরবে হত্যাকাণ্ডের বিচারে কিসাস বা হত্যাকারীকে প্রকাশ্যে হত্যা করার বিধানটি রাষ্ট্রীয়ভাবে চালু আছে। তাই পৃথিবীর অন্য দেশের তুলনায়  এখানে হত্যাকাণ্ড ঘটে না বললেই চলে। তবে বিচ্ছিন্ন ঘটনা ঘটে থাকে। ‍সেগুলোর বিচার প্রকাশ্যেই হয়ে থাকে।

সম্প্রতি সৌদি আরবের বাশা কমিশনারি এলাকায় একটি হত্যাকাণ্ড সংঘটিত হয়। সৌদি প্রশাসনের তৎপরতায় অল্প দিনেই এ ঘটনার মূল অপরাধি গ্রেফতার হয় এবং বিচার শেষে আদালত তার প্রকাশ্যে মৃত্যুদণ্ড ঘোষণা করে।

যখন মৃত্যুদণ্ড কার্যকরের জন্য অপরাধিকে খোলা ময়াদনে উপস্থিত করা হয় এবং উৎসুক  জনতা তা দেখার জন্য ভিড় করে ঠিক তখন মানুষের ভিড় ঠেলে নিহতের বাবা সামনে এসে   সবাইকে অবাক করে দিয়ে ঘোষণা করেন আমার ছেলের হত্যাকারীকে আল্লাহর সন্তুষ্টি ও ক্ষমা লাভের আশায় তাকে ক্ষমা করে দিলাম।

তখন হাজার হাজার জনতা ওই বৃদ্ধ বাবাকে ধন্যবাদ জানাতে থাকেন। পুরো মাঠ যেন এক নতুন জিনিস দেখতে পেল। ‍বৃদ্ধের জন্য সবাই প্রাণ খুলে দোয়া করতে থাকেন।

সূত্র: ডেইলি পাকিস্তান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ