বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির  মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬

‘আটরশির মুরিদরা প্রমাণ করলো তারা শুধু ভণ্ডামিতেই নয় গুণ্ডামিতেও সেরা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেটের জৈন্তাপুরের হরিপুর মাদরাসায় নামধারী সুন্নী ও উগ্র বিদআতি আটরশি পীর অনুসারীদের হিংস্র হামলায় হতাহতের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান ও হেফাজতে ইসলাম ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা আবুল হাসানাত আমিনী।

আজ এক বিবৃতিতে তিনি এ প্রতিবাদ জানিয়ে বলেন, হক্কানি আলেম-উলামাদের সাথে যুক্তিতে না পেরে রাতের আঁধারে অতর্কিত হামলা চালিয়ে নিরীহ মাদরাসা ছাত্রকে হত্যা ও অসংখ্য আলেম-উলামা ও ছাত্রকে আহত করে আটরশির মুরিদরা প্রমাণ করল তারা শুধু ভণ্ডামিতেই না, গুণ্ডামিতেও সেরা।

আমি সন্ত্রাসী কায়দায় এমন জঘন্য হামলার নিন্দা ও প্রতিবাদ জানাই।

তিনি বলেন, হযরত শাহ্ জালাল রহ.-এর পূণ্যভূমিতে তাঁরই অনুসারীদের উপর নির্লজ্জ হামলা ও হত্যাযজ্ঞ বরদাশত করা হবে না। আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই গুন্ডাদের গ্রেফতার করতে হবে। তা নাহলে এর জের সারা দেশে ছড়িয়ে পড়তে পারে। তখন এর দায়ভার আমরা নেব না।

বিবৃতিতে মাওলানা হাসানাত আমিনী আরো বলেন, কওমী উলামায়ে কেরাম দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই তারা আক্রান্ত হয়েও নিজের হাতে আইন তুলে নেননি। কিন্তু এটাকে কওমীদের দূর্বলতা না ভেবে প্রশাসনের উচিৎ দ্রুত হত্যাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনা।

তিনি বলেন, ভাবতেও অবাক লাগে যে দেশে অবাধে ভন্ড পীর ও মাজারপন্থীরা দিনের পর নেচে গেয়ে ওরশ মাহফিলের নামে শিরকি কর্মকান্ড করছে, সে দেশে দেশপ্রেমিক হক্কানি আলেম-উলামাদের প্রোগ্রাম করতে হলে নানা রকম শর্ত জুড়ে দেওয়া হয়।

কোন কোন স্থানে প্রোগ্রামই করতে দেওয়া হয় না, করতে দিলেও সেখানে ভন্ড, বিদআতিরা হামলা করে। এই অবস্থা চলতে থাকলে দেশে ভন্ড পীর ও শিরক, বিদআতে সয়লাব হয়ে যাবে।

এ থেকে জাতিকে রক্ষা করতে দল-মত নির্বিশেষে সকল হক্বপন্থী আলেমকে ঐক্যবদ্ধ হতে হবে।

বিবৃতিতে তিনি সিলেটে হামলায় নিহত মাদরাসা শিক্ষার্থীর রুহের মাগফিরাত ও আহতের আশু সুস্থতা কামনা করেন। সারা দেশে আটরশিসহ ভন্ড পীরদের ধর্মের মোড়কে বিদআতি ও শিরকি কর্মকান্ড বন্ধে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।

সিলেটের জৈন্তাপুরের অবস্থা থমথমে; হাসপাতালে কাতরাচ্ছেন ৩০ শিক্ষার্থী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ