বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির  মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬

সিসিকসহ সিলেটের ১৯ আসনে যাদের প্রার্থী ঘোষণা করলো জমিয়ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: সিলেটের ১৯ আসনে প্রার্থী ঘোষণা করেছে ২০ দলীয় জোটভূক্ত জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

গতকাল শনিবার জমিয়তে বিভাগীয় কর্মী সম্মেলনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সভাপতি আল্লামা শায়খ আব্দুল মোমিন ও মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমীর উপস্থিতিতে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র সহ সিলেট বিভাগের ১৯ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় ‘খেজুর গাছ’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের পরিচয় করে দেন দলের সহ-সভাপতি ও সিলেট জেলা জমিয়তের সভাপতি মাওলানা শায়খ জিয়া উদ্দিন।

সভায় সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে মাওলানা খলিলুর রহমান এর।

এছাড়া উনিশ আসনে জাতীয় সংসদ নির্বাচনে পদপ্রার্থীরা ঘোষণা দেয়া হয়। এরা হলেন, সিলেট-১ আসনে মাওলানা শায়খ আব্দুল আজিজ সিদ্দিকী, সিলেট-২ আসনে হাফিজ হোসাইন আহমদ, সিলেট-৩ আসনে মাওলানা নজরুল ইসলাম, সিলেট-৪ আসনে মাওলানা আতাউর রহমান, সিলেট-৫ আসনে মাওলানা উবায়দুল্লাহ ফারুক, সিলেট-৬ আসনে হাজী শামসুদ্দিন। সুনামগঞ্জ-১ আসনে মাওলানা তাফাজ্জুল হক আজিজ, সুনামগঞ্জ-২ আসনে প্রিন্সিপাল মাওলানা শোয়াইব আহমদ, সুনামগঞ্জ-৩ আসনে সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী,

সুনামগঞ্জ-৪ আসনে প্রিন্সিপাল মাওলানা আবদুল বছীর, সুনামগঞ্জ-৫ আসনে মাওলানা শায়খ আবদুল হান্নান। হবিগঞ্জ-১ আসনে মুফতি সিদ্দিকুর রহমান চৌধুরী, হবিগঞ্জ-২ আসনে মাওলানা আবদুর রব ইউসুফী, হবিগঞ্জ-৩ আসনে হাফিজ মাওলানা তাফহিমুল হক, হবিগঞ্জ-৪ আসনে মাওলানা নূরুজ্জামান। মৌলভীবাজার-১ আসনে মাওলানা বদরুল ইসলাম, মৌলভীবাজার-২ আসনে মাওলানা আবদুল জব্বার, মৌলভীবাজার-৩ আসনে মাওলানা জামিল আহমদ আনসারী, মৌলভীবাজার-৪ আসনে মাওলানা নূরে আলম হামিদী।

সম্মেলনে বিশেষ অতিথির মধ্যে জমিয়তের কেন্দ্রীয় সহ সভাপতি মাওলানা জহিরুল হক ভূঁইয়া, মাওলানা আব্দুর রব ইউসুফি, মাওলানা জুনায়েদ আল হাবিব, সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাওলানা উবায়দুল্লাহ ফারুক, যুগ্ম মহাসচিব মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দেীসহ সিলেট বিভাগের সর্বস্তরের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

‘আগামীতে সুষ্ঠু নির্বাচন না হলে গণতন্ত্রের দাফন হয়ে যাবে’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ